Lifestyle

৭ মাস বয়সেই লক্ষাধিক ফলোয়ার!

Published by
News Desk

পৃথিবীতে এসেছে মাত্র ৭ মাস। এখনও ভাল করে চিনতে বুঝতে শেখেনি কিছু। কিন্তু তাতে কি! ভক্তের সংখ্যায় সে টেক্কা দিতে পারে অনেককে। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১.৩ লক্ষের গণ্ডি। এই জাপানি শিশু চেনকোর জনপ্রিয়তার মূলে রয়েছে তার চুল। যা সচরাচর তার বয়সী শিশুদের মাথায় দেখা যায় না।

২০১৭–এর ডিসেম্বরে এই পৃথিবীর আলো দেখে চেনকো। তারপর ইন্সটাগ্রামে তার কয়েকটা ছবি পোস্ট করেন তার অভিভাবকরাই। যা তাকে বিদ্যুতের গতিতে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। ইন্সটাগ্রামে তার অ্যাকাউন্টের নাম ‘হেয়ার ডায়েরি’। প্রোফাইলে এখনও পর্যন্ত তার ৪৬টি ছবি পোস্ট করা হয়েছে। যা মন জিতে নিয়েছে ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের। সম্প্রতি চেনকোর চুল কাটার একটা ছবি পোস্ট করা হয়। সেই ছবি ভেসে যায় নানা কমেন্টে। এগুলি প্রমাণ করে তার চুলের জন্য চেনকো কতটা জনপ্রিয়।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk
Tags: Lifestyle