Lifestyle

একটি চায়ের পাত্রের দাম ২৬ কোটি টাকা, কি আছে জানলে মাথা ঘুরে যাবে

যাঁরা চায়ের ব্যাপারে একটু শৌখিন তাঁরা চা টি পটে রাখতে পছন্দ করেন। তারপর তা থেকে কাপে ঢালেন। তেমনই এক টি পটের দাম চোখ কপালে তুলে দিচ্ছে।

Published by
News Desk

চা পানের জন্য সেই চা একটি পাত্রে ঢেলে আনা হয়। তারপর তা থেকে কাপে ঢালা হয়ে থাকে। একে বলা হয় টি পট। এমন একটা টি পটের দাম ২৬ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে দামি টি পট এটি। কিন্তু কি আছে এই চায়ের পাত্রে? এত দাম কেন?

সেটাই সবচেয়ে আকর্ষণীয় দিক এই চায়ের পাত্রের। এই পাত্রটি আর পাঁচটা চায়ের পাত্রের মতই দেখতে। যেমন কাচ বা চিনামাটির চায়ের পাত্র হয়, এটি তার থেকে কিছুটা আলাদা।

এটির সারা শরীর মুড়ে রেখেছে অতি মূল্যবান সব রত্ন। এই পাত্রটির গায়ে ১৬৫৮টি হিরের টুকরো বসানো আছে। সোনা আর রুপোর পাতের ওপর এই হিরেগুলি বসানো। চায়ের পাত্রটির ঢাকনায় রয়েছে আরও চমক।

ঢাকনায় হিরে নয়, বসানো আছে চুনি। ৩৮৬টি চুনি ব্যবহার করা হয়েছে ঢাকনাটি সাজিয়ে তুলতে। তবে এখানেই শেষ নয়, সোনা, রুপো, হিরে, চুনি তো রয়েছেই, সেই সঙ্গে চায়ের পাত্রটির হাতলের দিকে নজর গেলে আবার অবাক হতে হয়। হাতলটি তৈরি হয়েছে হাতির দাঁত দিয়ে। যা এই চায়ের পাত্রের মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছে।

এমন রত্নখচিত দামি ধাতু ও হাতির দাঁতের ব্যবহারে তৈরি চায়ের পাত্র দুনিয়ায় ২টি নেই। ইতালির এক গয়না প্রস্তুতকারক সংস্থা এটি তৈরি করেছে। যার দাম উঠেছে ৩ মিলিয়ন ডলার।

ভারতীয় মুদ্রায় এখন ২৬ কোটি ১৮ লক্ষ টাকার কিছু বেশি। এটিই বিশ্বের সবচেয়ে দামি টি পট। যা অবশ্যই সংগ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সন্দেহ নেই।

Share
Published by
News Desk