Lifestyle

এ শহরে জানালা দিয়ে আসবাব ছুঁড়ে ফেলা হয় রাস্তায়, শুরু হয় নতুন বছর

নতুন বছর শুরুর আগে এ শহরে ছুঁড়ে ফেলা হয় আসবাব। জানালা বা বারান্দা থেকে রাস্তায় ছুঁড়ে ফেলা হতে থাকে বাড়ির নানা আসবাব। এটাই প্রথা।

নতুন বছরকে স্বাগত জানাতে মানুষ আনন্দে মেতে ওঠেন। নাচ, গান, আলোকসজ্জা, খাওয়াদাওয়া, উৎসব কত কিছুই তো বিশ্বজুড়ে চলতে থাকে। কিন্তু একটি এমন শহর রয়েছে যেখানে মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে তাঁদের পুরনো একটি প্রথাকে আজও মেনে চলেন। আর সে প্রথা বড়ই চমকপ্রদ।

এ শহরের মানুষ নতুন বছরকে স্বাগত জানাতে তাঁদের বাড়ির আসবাব এক এক করে ছুঁড়ে ফেলতে থাকেন বাড়ির সামনের রাস্তায়। জানালা বা বারান্দা থেকে ছোঁড়া চলতে থাকে।


সেসব আসবাব রাস্তায় পড়ে নিমেষে তছনছ হয়ে যায়। এটাই প্রথা। তবে সেসব আসবাবই ফেলা হয় যা বাড়িতে আর দরকার নেই। পুরনো হয়ে গেছে এমন আসবাব কার্যত শহরবাসী রেখেই দেন নতুন বছরের আগে ফেলার জন্য।

এ শহরে তাই নতুন বছরের আগে রাস্তা দিয়ে যাতায়াত করা বেশ ঝুঁকির। নজর করে হাঁটাচলা করতে হয়। নাহলে যে কোনও বাড়ির জানালা বা বারান্দা থেকে কিছু এসে মাথায় পড়তে পারে।


পথচলতি মানুষের কথা মাথায় রেখে অবশ্য ইদানিং খুব ভারী বা শক্ত কিছু এভাবে আচমকা ছোঁড়া হয়না। ফেলা হয় নরম বা হালকা জিনিসপত্র। ভারী কিছু ফেলার হলে তা দেখেশুনে নির্দিষ্ট জায়গায় ফেলা হয়।

তবে এ প্রথাটি চলে আসছে আজও। ইতালির নেপলস শহরের এই প্রথা কিন্তু গোটা বিশ্বের মানুষকে অবাক করে। তবে এখানকার বাসিন্দারা বিশ্বাস করেন এভাবে পুরনোকে ছুঁড়ে ফেলে নতুন বছর নতুন করে শুরু করা উচিত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button