SciTech

সাহারার মাঝে বৃত্তাকার পাহাড়সারি, নতুন রহস্যের খবর দিলেন মহাকাশচারীরা

সাহারা মরুভূমির মাঝে অবস্থান করছে বৃত্তাকার বিশাল পাহাড়সারি। এই রহস্যময় পাহাড়ের দেখা পেয়েছেন মহাকাশচারীরা।

সাহারা মরুভূমির অন্যতম শুকনো অঞ্চলে দেখা মিলল বৃত্তাকার পাহাড়সারির। একের পর এক পাহাড় গায়ে গায়ে তৈরি হয়েছে। সেগুলি গোলাকার ভাবে একের পর এক দাঁড়িয়ে আছে। বৃত্তাকার পাহাড়সারি আবার স্তর বিভক্ত।

প্রথমে বড় একটি বৃত্ত। তার মধ্যে আরও ছোট ছোট বৃত্ত। এই বৃত্তাকার পাহাড়সারির গা ঘেঁষে আবার লম্বা পাহাড়ের সারি চলে গেছে। চারধারে বহু বহু দূর পর্যন্ত মানুষের চিহ্ন পাওয়া যায়না।

লিবিয়া ও মিশরের সীমান্তে লিবিয়ার ভূখণ্ডে থাকা এই পাহাড়সারি জাবাল আরকানু নামে পরিচিত। তবে এবার আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে মহাকাশচারীরা যে ছবি পাঠিয়েছেন তাতে বিষয়টি অন্য মোড় নিয়েছে।

এই বৃত্তাকার পাহাড়সারি নিয়ে একটা রহস্য তো ছিলই। এতদিন মনে করা হত উল্কার আঘাতে এমন অস্বাভাবিক গোলাকার পাহাড়সারি তৈরি হয়েছে। কিন্তু এখন যে ছবি মহাকাশচারীরা পাঠিয়েছেন তাতে কিন্তু বিষয়টি অন্য মোড় নিয়েছে।

সুস্পষ্ট এই ছবি দেখার পর বিশেষজ্ঞেরা ওই উল্কাপাতের তত্ত্ব থেকে সরে এসেছেন। সবদিক পরীক্ষা করার পর তাঁদের ধারনা কোনও উল্কাপাত নয়, বরং পৃথিবীর স্বাভাবিক নিয়মেই এই বৃত্তাকার পাহাড়সারি তার এই আশ্চর্য রূপ নিয়েছে।

বিশেষজ্ঞদের ধারনা এখানে বহুবার বিভিন্ন সময়ে অগ্নুৎপাতের হাত ধরেই এই স্তরে স্তরে বৃত্তাকার পাহাড়সারি তৈরি হয়েছে। যার আবার একদম মাঝখানে রয়েছে একটি চোখ। এই ছবির বিষয়ে সকলকে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তারপরই এই খবর বিশ্বের নানা সংবাদমাধ্যমে জায়গা করে নেয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *