World

ফুঁসছে আগ্নেয় দানব, প্রমাদ গুনছে প্রশাসন

ফের ফুঁসে উঠল অতি সক্রিয় দৈত্য মাউন্ট মেরাপি। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে অন্যতম এটি। সেই ১৫৪৮ সাল থেকে শুরু হয়েছে তার লাভা উদগীরণ পর্ব। এতগুলো বছরে বারবার জেগে উঠেছে এই আগ্নেয় দানব। শুক্রবার সকালে সাড়ে ৭টা নাগাদ স্থানীয়রা প্রথম এটির থেকে ধোঁয়ার কুণ্ডলী বার হতে দেখেন। সকলেই বুঝে যান, আবার অগ্ন্যুৎপাতের কবলে পড়তে চলেছে জাভা দ্বীপ। মাউন্ট মেরাপির আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যেতেই প্রমাদ গোনেন স্থানীয় প্রশাসন। দ্রুত আগ্নেয়গিরির পার্শ্বস্থ এলাকা থেকে সরিয়ে ফেলা হতে থাকে বাসিন্দাদের।

২০১০ সালে এই মাউন্ট মেরাপির তাণ্ডবে প্রাণ হারিয়েছিল সাড়ে ৩০০-র বেশি মানুষ। সেই স্মৃতির যাতে পুনরাবৃত্তি না হয় তাই শুরুতেই সব সুরক্ষা বন্দোবস্ত পাকা করতে চাইছে প্রশাসন। সকাল থেকেই আসন্ন বিপর্যয় মোকাবিলায় তৎপর জাভা প্রশাসন। স্থানীয় সময় সকাল ১১টা অবধি বন্ধ রাখা হয় আদি সুমারমো এবং যজ্ঞকার্তা বিমানবন্দর। বাতিল করা হয় বেশ কিছু বিমানের উড়ান। বেলা ১১-র পর থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হয়। এখনও পর্যন্ত মাউন্ট মেরাপির তেমন ভয়ঙ্কর চেহারা ধারণ না করলেও ক্রমশ আগ্নেয়গিরির আকাশ ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যাচ্ছে। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে গরম ছাই। পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে সরকার ও আবহবিজ্ঞানীরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button