World

গরুর বিনিময়ে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী

স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত। তাঁর এক প্রেমিক আছেন। এটা জেনে কোনও অশান্তির পথে না গিয়ে বরং গরুর বিনিময়ে স্ত্রীকে সেই প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী।

স্বামীর প্রতি আর টান ছিলনা স্ত্রীর। মন উঠে গিয়েছিল সংসারের উপর থেকেও। কারণ অন্য পুরুষের প্রেমে পাগল তিনি। তবে এখানেই শেষ নয়। আসল চমকটা দেখা গেল এরপর। দেখালেন ওই মহিলারই স্বামী।

স্ত্রী অন্য পুরুষের প্রতি আসক্ত জানার পর বেশিরভাগ পুরুষই হয় হতাশায় ভোগেন নয়তো প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন। কিন্তু এক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ অন্যদিকে মোড় নেয়। অন্য পুরুষে স্ত্রীর মন মজেছে জেনেও বাধা দিলেন না স্বামী।

স্ত্রীর পরকীয়ার খবর জানতে পেরে বরং শান্ত মাথায় একটি সিদ্ধান্ত নেন স্বামী। তিনি স্ত্রীর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করে নির্দিষ্ট কিছু শর্ত দেন। শর্ত মানলে স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিতে সম্মত হন। স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যদের সাক্ষী রেখেই তিনি এই কাজ করেন।

ইন্দোনেশিয়ার উত্তর কোনাওয়ে জেলায় তোলাকি নামে এক বিশেষ জনজাতি বাস করে। মোয়ে সারাপু নামে তাদের একটি রীতি রয়েছে। সেই রীতি অনুযায়ী কোনও ব্যক্তি চাইলেই সকলের সম্মতিতে কিছু নির্দিষ্ট জিনিসের বিনিময়ে নিজের স্ত্রীকে স্ত্রীর প্রেমিকের হাতে তুলে দিতে পারেন।

এই যুবকটিও সেই রীতি অনুযায়ী স্ত্রীর প্রেমিকের থেকে নগদ ৫ লক্ষ ইন্দোনেশিয়ান রুপিয়া, একটি স্টিলের কেটলি এবং একটি গরু নিয়ে স্ত্রীকে তাঁর হাতে তুলে দেন। ২ পরিবারের সম্মান রক্ষার জন্যই তিনি এই কাজটি করেছেন বলে দাবি করেন ওই যুবক। এখন তাঁরা ২ জনেই খুশি।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সমাজ মাধ্যমে হইচই শুরু হয়েছে। কেউ কেউ স্বামীর কাজের প্রশংসা করেছেন। আবার কেউ এই রীতিটির তীব্র নিন্দা করেছেন। ইন্দোনেশিয়ার নারীবাদী সংগঠনগুলিও এই বিষয়ে সমালোচনায় মুখর হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *