World

জেগে উঠল আগ্নেয়গিরি, প্রমাদ গুনছে দেশ

ইন্দোনেশিয়ার ছবির মত দ্বীপ বালি। এখানে পর্যটকদের আনাগোনা লেগে থাকে বছরভর। চোখ ধাঁধানো প্রবাল প্রাচীর, আগ্নেয়শিলার পাহাড়, সবুজের সমারোহ আর সোনালি সমুদ্রতটের টানে বালিতে সারা বিশ্ব থেকেই পর্যটকরা ভিড় জমান ছুটি কাটাতে। সেই পর্যটকরাই শুক্রবার আতঙ্কে এবং আতান্তরে। বুঝতেই পারছেন না কীভাবে তাঁরা দেশে ফিরবেন। শুক্রবার থেকে জেগে উঠেছে বালির অন্যতম আগ্নেয়গিরি মাউন্ট এগাঙ্গ। শুরুতেই তার জ্বালামুখ দিয়ে গড়িয়ে পড়ছে লাভাস্রোত। ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছুঁয়েছে। চারদিকে সাদা ছাই উড়ে বেড়াচ্ছে। ২৩ হাজার ফুট উচ্চতা পর্যন্তও এই ছাইয়ের দেখা মিলছে। ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে আগ্নেয়গিরির চেহারা।

এই অগ্নুৎপাতের জেরে বহু পর্যটক আটকে পড়েছেন বালির বিমানবন্দরে। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় সাড়ে চারশো বিমান বাতিল করা হয়েছে। কারণ রানওয়েতে ছাই ভরে গেছে। যাতে বিমানের চাকা হড়কে যেতে পারে। অন্যদিকে বালির স্থানীয় ও পর্যটক মিলিয়ে প্রায় লক্ষাধিক মানুষ আতান্তরে পড়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে সব রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগ্নেয়গিরি কাছাকাছি বসবাসকারী মানুষজনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নজর রাখা হয়েছে অগ্নুৎপাতের গতিবিধির ওপর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *