Sports

এশিয়া কাপের ফাইনালে ভারত

Published by
News Desk

ভারতীয় মহিলা হকি দলের অশ্বমেধের দৌড় অব্যাহত। এশিয়ার অন্যতম প্রধান শক্তি জাপানকে ৪-২-তে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতের প্রমীলা ব্রিগেড। রানী, গ্রেস, সবিতা, গুরজিৎরা জাপানের ঘরের মাঠেই পরাজিত করলেন জাপানকে। প্রথম কোয়ার্টারেই জোড়া গোল করে ভাগ্যের লিখন স্পষ্ট করে দেন গুরজিৎ কউর। তারপরেই গোল করেন নভজ্যোৎ।

ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টার ফসল হিসেবে জাপানের হয়ে গোল করেন সিহো সুজি এবং উই ইসিবাসি। কিন্তু ভারতের লালরেমসিয়ামির গোল জাপানের যাবতীয় সম্ভাবনার বুকে শেষ পেরেকটা পুঁতে দেয়। গোটা প্রতিযোগিতায় ৮ গোল করে গুরজিৎ সর্বোচ্চ গোলদাতার দৌড়ে আছেন। ভারত গ্রুপ লিগের ম্যাচে ৪-১-এ হারিয়েছিল চিনকে। ফাইনালে সেই চিনের মুখোমুখি ভারতীয় দল। ফলে আত্মবিশ্বাসের প্রশ্নে এগিয়ে থাকবে ভারতই।

Share
Published by
News Desk

Recent Posts