Business

পাকিস্তানে চা রফতানি বন্ধ করতে তৈরি আইটিইএ

পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ করতে ভারত সরকার যদি পাকিস্তানের সঙ্গে যাবতীয় বাণিজ্য বন্ধ করতে চায় তবে তাঁরাও চা রফতানি বন্ধ করতে তৈরি। ইন্ডিয়ান টি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান অংশুমান কানোরিয়া সংবাদ সংস্থা আইএএনএস-কে জানিয়েছেন, তাঁদের কাছে প্রথম হল দেশের সেনা ও আমজনতা। তারপরে ব্যবসা।

Health Tips

এদিকে সত্যি যদি পাকিস্তানে চা রফতানি বন্ধ হয়ে যায় তবে কিন্তু পাকিস্তান বড় বিপদে পড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ পাকিস্তানে যে চা ব্যবহার হয় তার একটা বড় অংশই পাঠাচ্ছে ভারত। তা বন্ধ হলে পাকিস্তানের ঘরে ঘরে চা বন্ধ হওয়ার জোগাড় হবে। অথবা তাদের অন্য কোনও দেশ থেকে তা আমদানি করতে হবে। যা তাদের জন্য অনেক বেশি খরচ সাপেক্ষ হবে।

Tea


জম্মু কাশ্মীরে আধাসেনা কনভয়ে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত সরকার ব্যবস্থা নিলে যে আইটিইএ পাশে দাঁড়াতে প্রস্তুত তা এদিন পরিস্কার করে দিয়েছেন অংশুমান কানোরিয়া। এমনকি তিনি এও জানিয়েছেন, সরকার পাল্টা প্রত্যুত্তর দিলে তাঁদের ব্যবসার ক্ষতি করেও তাঁরা পাশে দাঁড়াতে সবসময় রাজি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button