Sports

আইএসএল উদ্বোধনের সুযোগ হারাল কলকাতা

সব ঠিকঠাক ছিল। ভারতের ফুটবল মহাযজ্ঞ আইএসএলের উদ্বোধন কলকাতায় হওয়া ছিল সময়ের অপেক্ষা। কিন্তু রাতারাতি সেই ভেনু গেল বদলে। কলকাতা থেকে উদ্বোধন সরল কোচিতে। বৃহস্পতিবার তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। সংগঠনের তরফে জানানো হয়েছে, আইএসএলের চতুর্থ সংস্করণের উদ্বোধন হবে কোচিতে।

ফাইনাল ম্যাচ পাবে যুবভারতী। ফলে প্রতিযোগিতার প্রথম ম্যাচে কলকাতার এটিকে ও কেরালার কেরল ব্লাস্টার্স মুখোমুখি হবে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। ৯ ফেব্রুয়ারি ফিরতি ম্যাচ খেলতে কেরল ব্লাস্টারস আসবে কলকাতায়। ফাইনাল যেহেতু কলকাতা পাচ্ছে, তাই উদ্বোধন কোচিতে সরল বলেই ইঙ্গিত দিয়েছে চেয়ারপার্সন নীতা আম্বানির ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। যারাই কার্যত আইএসএলের উদ্যোক্তা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button