SciTech

ইতিহাস তৈরির পথে ভারত, ৭৫ টনের কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে যাবে ৪০ তলা রকেট

মহাকাশ বিজ্ঞানে ভারত ফের ইতিহাস তৈরির পথে। সেকথা জানিয়েছেন খোদ ইসরো-র চেয়ারম্যান। যে উৎক্ষেপণের রকেটটিই হবে ৪০ তলা সমান।

মহাকাশ বিজ্ঞানে ভারত বারবার বিশ্বকে চমকে দিয়েছে। ভারতের এই মহাকাশ বিজ্ঞানে সাফল্যের হাত ধরে এদেশ এখন মহাকাশ বিজ্ঞানে শক্তিধর দেশগুলির মধ্যে একটি। এবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নতুন এক ইতিহাস গড়তে চলেছে।

আবার বিশ্বকে চমক দিতে তৈরি হচ্ছে তারা। আর তা যে হচ্ছে সেকথা নিজেই জানালেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। তিনি জানান ইসরো একটি ৭৫ টন ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে উদ্যোগ শুরু করেছে। যেটি নিচের দিকের কক্ষে প্রতিস্থাপিত করা হবে।

কিন্তু এই ৭৫ টন ওজনের অতিকায় কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে কে? এজন্য আরও এক ইতিহাস তৈরি করছে ভারত। এই ৭৫ টন বা ৭৫ হাজার কেজির কৃত্রিম উপগ্রহকে মহাকাশে তুলে নিয়ে যাবে একটি ৪০ তলা বাড়ির সমান রকেট। এখানেই অনুমেয় যে রকেটটির চেহারা কেমন হতে চলেছে। তার বিশালত্বই বা কতটা দানবীয় হবে!


ইসরোর চেয়ারম্যান জানান, ভারতের প্রথম রকেটটির ওজন ছিল ১৭ টন। আর সেটি ৩৫ কেজি ওজনের একটি পেলোড নিচের দিকের কক্ষে প্রতিস্থাপিত করেছিল। এই রকেট উৎক্ষেপণের নেপথ্যে ছিলেন বিজ্ঞানী তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।

সেখান থেকে আজ ইসরো ৪০ তলা সমান রকেটে ৭৫ টনের পেলোড পাঠানোর ক্ষমতা তৈরি করতে পেরেছে। এটা অবশ্যই এক বিশাল পাওনা। বড় সাফল্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *