মহাকাশে মানুষ পাঠানোর দৌড়ে ভারতের বড় সাফল্য, লক্ষ্যপূরণে অনেকটাই এগিয়ে গেল ইসরো
মহাকাশে মানুষ পাঠানোর দৌড়ে এবার অনেকটা এগিয়ে গেল ভারত। বড় সাফল্য এল ইসরোর ঝুলিতে। ২০২৭-এ মানুষ পাঠানোর লক্ষ্যের আরও কাছে তারা।

২০২৭ সালে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য স্থির করেছে ইসরো। সেই লক্ষ্যে দৌড় থেমে নেই। রাতদিন এক করে চলছে সবদিক থেকে তৈরি হয়ে ওঠার লড়াই। গগনযান ইসরোর স্বপ্ন। সারা ভারতের স্বপ্ন। আর সেই স্বপ্নপূরণের লক্ষ্যে এবার এক বড় সাফল্যে পেল ইসরো।
গগনযান মিশনে পাঠানোর জন্য প্রযুক্তিগত দিক থেকে সম্পূর্ণ তৈরি হচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। দেশিয় প্রযুক্তিতেই লক্ষ্যপূরণের পথে হাঁটছে তারা। সেই লক্ষ্যে এবার গগনযানের অন্যতম প্রধান একটি মেশিনের কার্যকারিতা নিশ্চিত করল ইসরো।
গগনযান সার্ভিস মডিউল প্রপালশন সিস্টেম নামে এই যন্ত্রের বারবার পরীক্ষা হয়েছে। একটি সম্পূর্ণ সময়ের হট টেস্ট সংগঠিত করা হয় এই সিস্টেমের কার্যকারিতা নির্ভুল আছে কিনা তা দেখতে।
আর তাতেই সম্পূর্ণ সাফল্য এসেছে ইসরোর ঝুলিতে। তার সহজ অর্থ হল এই যন্ত্রটি নিখুঁতভাবে কাজ করছে। এই সাফল্য গগনযানের পথে ইসরোকে অনেকটাই এগিয়ে দিল।
মহাকাশে পৌঁছে কক্ষে পাক দেওয়া, কক্ষে পাক দেওয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সহ আরও বেশকয়েকটি কাজের দায়িত্ব পালন করবে এই যন্ত্রটি। তাই এই যন্ত্র নিখুঁত হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। সেটা এবার করে ফেললেন ইসরোর বিজ্ঞানীরা।
ফলে গগনযানকে ২০২৭ সালে সফল রূপ দেওয়াটা এখন অনেকটাই হাতের মুঠোয় এনে ফেললেন তাঁরা। ভারতও যে মহাকাশে মানুষ পাঠাতে সক্ষম সেটাই এবার পৃথিবীকে দেখিয়ে দিতে চায় ইসরো। সেই লক্ষ্য পূরণ হলে ভারত মহাকাশ বিজ্ঞানে বিশ্বে এক অন্যতম সেরার আসনে প্রতিষ্ঠিত হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা