SciTech

মহাকাশ থেকে শুভাংশু শুক্লার ফিরতে কেন ১ দিন লাগবে, বুঝিয়ে দিল ইসরো

মহাকাশ থেকে ১ দিন লেগে যাবে শুভাংশুদের পৃথিবীর মাটি ছুঁতে। কিন্তু এতটা সময় কেন লাগবে। সেটাই এবার বুঝিয়ে দিল ইসরো।

ভারতীয় হিসাবে ইতিহাস রচনা করে মহাকাশে কাটানোর পর এবার শুভাংশুদের পৃথিবীতে ফেরার পালা। সুনিতা উইলিয়ামসদের মত কোনও যান্ত্রিক সমস্যার শিকার না হলে শুভাংশু শুক্লা তাঁর আরও ৩ সফরসঙ্গীর সঙ্গে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবেন ১৪ জুলাই।

আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে তাঁদের যান ক্রু ড্রাগন যাত্রা শুরু করবে ভারতীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিটে। তারপর সেটির ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে এসে আছড়ে পড়ার কথা ১৫ জুলাই ভারতীয় সময় বিকেল ৩টের সময়।

আন্তর্জাতিক স্পেস স্টেশন পৃথিবীর মাটি থেকে ৪০০ কিলোমিটার উপরে অবস্থিত। কোনও ট্রেনে করে এই পথ অতিক্রম করতে একদিন লাগেনা। সেখানে অতি দ্রুতগতির মহাকাশযান কেন প্রায় ১ দিন লাগিয়ে দেবে ফিরতে? এর উত্তর দিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

ইসরো জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন ছেড়ে আসার পর মহাকাশযানটি ভারতের গগনযাত্রী শুভাংশু শুক্লা সহ আরও ৩ জন নভশ্চরকে নিয়ে যাত্রা শুরুর পর পৃথিবীর কক্ষে পাক দিতে থাকবে। এই পাক দিতে দিতেই নিচের দিকে নামবে যানটি।

এমন নয় যে যানটি সোজা মহাকাশ থেকে পৃথিবীর দিকে নেমে আসবে। বরং এই বার বার কক্ষে পাক খেতে খেতে ক্রমে সেটি পৃথিবীর মাটির সঙ্গে দূরত্ব কমাতে থাকবে। আর এভাবেই একসময় বায়ুমণ্ডলে প্রবেশ করে ছুটে নামবে প্রশান্ত মহাসাগরের দিকে।

এটাই নামার পদ্ধতি। এই কক্ষে পাক খেতে খেতে নামার জন্যই প্রায় ১ দিন লেগে যাবে ওই দূরত্ব অতিক্রম করতে। এখন সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ জুলাই সেই ঐতিহাসিক দিন যেদিন পৃথিবীর মাটি ছোঁবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখা প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *