World

ভারতের ১০০ টাকা পর্যন্ত নোট চলবে নেপালে, বাকিটা ব্যান

ভারতীয় নোট নেপালের বাজারে চলে আসছে বহুদিন। হালে অবশ্য নেপালের বাজারে শুরু হয়েছিল ১০০ টাকার ওপর ভারতীয় মুদ্রায় না করা। কেন সেই নোট নেওয়া হচ্ছে না তা নিয়েও ধন্ধ ছিল। এবার সব কিছু পরিস্কার করে দিল নেপালের এনআরবি। সে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ভারতের ১০০ টাকার নোট বা তার চেয়ে কম মূল্যমানের মুদ্রা নেপালের বাজারে চলবে। কিন্তু ১০০ টাকার চেয়ে বেশি মূল্যমানের ভারতীয় মুদ্রা নেপালে ব্যান করা হল। রবিবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নেপালে ভারতীয় মুদ্রার ১০০ টাকার ওপরের মূল্যমানের মুদ্রা ব্যান করায় সবুজ সংকেত দিয়েছিল নেপালের মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে গত বছরের ডিসেম্বরেই এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর থেকেই নেপালে ভারতীয় মুদ্রার ১০০ টাকার ওপর মূল্যমানের নোট ব্যবহার নিয়ে সমস্যা চলছিল। এবার সবকিছু পরিস্কার করে দিল নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক। আগামী দিনে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট নেপালে নিশ্চিন্তে বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার করা যাবে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *