National

মুম্বইবাসীর ‘বড়’ দিন, চালু এসি লোকাল

মুম্বইতে শুরু হল এসি লোকালের পথ চলা। বড়দিনের সকালে দিল্লি পেল চালকহীন মেট্রো। আর মুম্বইবাসীর জন্য উপহার এসি লোকাল। মুম্বইয়ের লাইফলাইন বলা হয় লোকাল ট্রেনকে। প্রাত্যহিক লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন লোকালে। ভিড়ে বাদুড়ঝোলা হয়ে লোকাল ট্রেন প্রত্যেকদিন গন্তব্যে ছুটে চলে। আরবপারের নাতিশীতোষ্ণ শহরে গলদঘর্ম হয়ে বাড়ি থেকে কর্মস্থল, আবার কর্মস্থল থেকে বাড়ি ফিরতে হয় মানুষকে। সব এনার্জিটুকু লোকালে লড়াই করতেই চলে যায় তাঁদের।

সেই গলদঘর্ম হওয়ার দিন শেষ। মুম্বইতে বড়দিনের সকালে চালু হল এসি লোকাল ট্রেন। আপাতত চার্চগেট থেকে বোরিভেলি ও চার্চগেট থেকে ভিরার পর্যন্ত যাতায়াত করবে এই এসি লোকাল। ট্রেনে থাকছে স্বয়ংক্রিয় দরজা, থাকছে এলইডি আলো, আপতকালীন প্রয়োজনে গার্ডের সঙ্গে টকব্যাকে কথা বলার সুবিধা, জিপিএস ভিত্তিক যাত্রী তথ্য প্রদান ব্যবস্থা, ১২টি কোচের মধ্যে ভেস্টিবিউলের ব্যবস্থা সহ আরও অনেককিছু।

আপাতত সপ্তাহের ৫ দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত চলবে এই এসি লোকাল। শনিবার ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা। ১২টি ট্রেন যাতায়াত করবে। ক্রমশ আরও বাড়বে এই পরিষেবা। ১৮৬৭ সালে স্টিম ইঞ্জিনে ভরসা করে বাণিজ্য নগরী মুম্বইতে বা বলা ভাল তৎকালীন বম্বেতে চালু হয়েছিল লোকাল পরিষেবা। এতদিন পর সেই মুম্বই লাইফলাইন আরও এক নতুন ইতিহাস গড়ল। চালু হল এসি লোকাল।

এদিকে মুম্বইতে এসি লোকাল চালুর খবরে আশায় বুক বাঁধছেন কলকাতা সহ শহরতলীর মানুষজন। যাঁরা প্রাত্যহিক লোকাল ট্রেনে ভিড়ে লড়াই করে অফিস করতে আসেন এবং ফেরত যান। তাঁদের প্রশ্ন এখানে কবে শুরু হবে এমন সুবিধা? তাহলে গরমে পচতে পচতে অন্তত অফিসটা করতে হয়না!

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *