অনন্য সাফল্য, বিদ্যুতের তার ধরে অনেক উন্নত দেশকে ছাপিয়ে গেল ভারতীয় রেল
অনেক উন্নত অর্থনীতির দেশের রেলওয়ে নেটওয়ার্ক যা এখনও করে উঠতে পারেনি, তা ভারতীয় রেল করে দেখাল। অবশ্যই এ এক বড় সাফল্য।
বিশ্বের অন্যতম ব্যস্ত রেল নেটওয়ার্ক ভারতের। প্রচুর রুটে ছুটে চলেছে নানাধরনের ট্রেন। ট্রেন ২টি শক্তির জোরে ছুটে চলে। একটি জ্বালানি তেল এবং অন্যটি বিদ্যুৎ। আগে বাষ্পচালিত ইঞ্জিন থাকলেও এখন তা আর নেই।
জ্বালানি তেলে যে রুটে গাড়ি চলে সেখানে প্রচুর ডিজেলের খরচ হয়। বায়ু দূষণও হয়। আবার ট্রেনের গতিও সেখানে পৌঁছয় না যা বিদ্যুতে চললে পৌঁছতে পারে। সেই লক্ষ্যেই ছুটে ভারতীয় রেল এক অনন্য রেকর্ড গড়ে ফেলল।
ভারতের ৯৯ শতাংশ রেল নেটওয়ার্ককে বিদ্যুৎ চালিত করে তোলার লক্ষ্য পূরণ করতে পেরেছে তারা। আর বাকি ১ শতাংশ। তাহলেই ভারতীয় রেল সম্পূর্ণ বিদ্যুৎ চালিত হয়ে যাবে। এই বিরলতম সাফল্য অনেক উন্নত অর্থনীতির দেশেরও নেই।
বিদ্যুতে রেল ছুটে চলা যত বাড়বে ততই ট্রেনের গতি বাড়বে, ডিজেল খরচ কমবে, ফলে সার্বিক পরিচালন ব্যয় হ্রাস পাবে, কমবে দূষণ। বিদ্যুতের ছোঁয়ায় এবার ভারতের ৯৯ শতাংশ রেলপথ অতিক্রম করবে বিভিন্ন ট্রেন।
২০১৯ সাল থেকে রেল চালনায় ডিজেলের ব্যবহার কমিয়ে বিদ্যুৎ সংযোগ বাড়াতে জোর উদ্যোগ নেয় রেল। তার ফলে ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৩ হাজার রুট কিলোমিটারে বিদ্যুৎ সংযোগে রেল চালনার ব্যবস্থা করতে সক্ষম হয় রেল কর্তৃপক্ষ।
তারমানে প্রতি দিনে ১৫ কিলোমিটার রেলপথে বিদ্যুৎ সংযোগ তৈরি করে ভারতীয় রেল। এ এক বিরল সাফল্য বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













