National

তৎকাল টিকিটের কালোবাজারি রুখতে দেশের সব ট্রেনে বিশেষ নিয়ম চালু করছে রেল

ট্রেনের তৎকাল টিকিটের চাহিদা সর্বদাই তুঙ্গে থাকে। সেই তৎকাল টিকিটের ক্ষেত্রে যাতে সঠিক ব্যক্তি টিকিট পান তা নিশ্চিত করতে বিশেষ বন্দোবস্ত চালু করছে রেল।

শেষ মুহুর্তে আচমকা কোনও প্রয়োজনে একটি ট্রেন ধরার দরকার পড়তেই পারে। এজন্যই ভারতীয় রেল তৎকাল টিকিটের ব্যবস্থা রেখেছে। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ ওঠে তৎকাল টিকিটের ক্ষেত্রে দালাল চক্রের রমরমা নিয়ে। কালোবাজারি নিয়ে।

তৎকাল টিকিট সঠিক ব্যক্তির হাতেই যাতে পৌঁছয় সেজন্য এবার বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল। স্বচ্ছতা বাড়াতে আরও এক প্রস্ত সুরক্ষা স্তর তৈরি করল তারা।

যাঁরা টিকিট কাউন্টারে গিয়ে রিজার্ভেশন ফর্ম পূরণ করে তৎকাল টিকিট কাটবেন তাঁদের একটি স্তর অতিক্রম করতে হবে। তাঁদের রিজার্ভেশন ফর্মে দেওয়া নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি কাউন্টারে না বলতে পারলে ওই ব্যক্তিকে তৎকাল টিকিট প্রদান করা হবেনা। তিনি সে টিকিট কিনতে পারবেননা।

এই ব্যবস্থায় সঠিক ব্যক্তির হাতে টিকিট যাওয়া অনেকটা নিশ্চিত করতে পারা যাবে বলেই মনে করছে রেল। কমবে তৎকাল টিকিটের ক্ষেত্রে দালাল চক্রের রমরমা ও কালোবাজারি।

পরীক্ষামূলক ভাবে গত ১৭ নভেম্বর থেকে তৎকাল টিকিটের ক্ষেত্রে এই ওটিপি ব্যবস্থা চালু করেছে রেল। তবে তা সামান্য কয়েকটি ট্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। ক্রমে তা বাড়ছে।

আগামী দিনে দেশের সব ট্রেনেই তৎকালের ক্ষেত্রে এই ওটিপি যাচাইকরণ পদ্ধতি চালু করা হবে। এতে যাঁর প্রয়োজন তিনি সঠিক নিয়ম মেনে রেলের কাউন্টারে রিজার্ভেশন ফর্ম পূরণ করে তৎকাল টিকিট কাটতে পারবেন। তৎকাল নিয়ে ছদ্ম হাহাকারও তৈরি করতে পারবেনা সুযোগসন্ধানীরা। এমনই মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *