National

ট্রেনের করিডরে মগ বালতি নিয়ে সাবান মেখে স্নান, ফলও ভুগতে হল

একটি দূরপাল্লার ট্রেনের বাথরুমের পাশের করিডরে চুটিয়ে স্নান সারলেন এক যুবক। যা ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। বিষয়টি নিয়ে নড়ে বসেছে রেল।

দূরপাল্লার ট্রেনের কামরার ২ ধারেই বাথরুম থাকে। বাথরুমের সামনে করিডর। একধারে থাকে হাত ধোওয়ার বেসিন, অন্য ধারে আবর্জনা ফেলার জায়গা। এই করিডর এমন জায়গা যেখানে সারাদিন ধরেই যাত্রীদের যাতায়াত লেগে থাকে।

এমন এক ব্যস্ত ট্রেনের করিডরে স্নান সারলেন এক যুবক। ভাবটা এমন যেন ট্রেনের করিডর নয়, বাথরুমে স্নান করছেন। একেবারে বালতিতে জল নিয়ে, মগ নিয়ে জল ঢেলে স্নান।

মাঝে আবার একটু সাবানও মেখে নিলেন। শেষে তো মগ ছেড়ে বালতির বাকি জলটা একবারে মাথায় ঢেলে ফেললেন। স্নানের সময় তাঁর পরনে ছিল কেবলমাত্র একটি বারমুডা জাতীয় প্যান্ট।

এই ছবি সামনে আসতে দেশজুড়েই মানুষ অবাক। এমনও করা যায় নাকি! ট্রেনের করিডরে এমনভাবে স্নান! বিষয়টি রেল কর্তৃপক্ষেরও নজর এড়ায়নি। এমন কাজ করার জন্য আরপিএফ ওই যুবককে পাকড়াও করে।

পুলিশের কাছে যুবক জানিয়েছেন, ঠিক স্নান করবেন বলে স্নান করেননি। চেয়েছিলেন এমন একটা রিল বানাতে যা সকলকে চমকে দেবে। সেজন্যই তিনি রিল বানাতে এভাবে ট্রেনের করিডরে স্নান করেন।

রিলের নেশায় এভাবে যাত্রীদের যাতায়াতের পথ আটকে স্নান। ঘটনাটি ঘটেছে উত্তর মধ্য রেলওয়ের বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি স্টেশনে। অনেকেই ওই যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চেয়েছেন। যাতে আর কেউ এমন কাজ করার সাহস না দেখান। রেলের তরফেও এমন কাজ থেকে বিরত থাকার জন্য যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *