National

প্রবল গতিতে ছুটে চলা ট্রেনের জানালা ভেঙে ঢুকে চালককে আঘাত করল আকাশরাজ

একটি ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। প্রবল গতিতে থাকা সেই ট্রেনের চালক কিছু বুঝে ওঠার আগেই দেখলেন তাঁর সামনের কাচ ভেঙে ঢুকল আকাশের রাজা।

ট্রেনটি প্রবল গতিতেই ছুটছিল। যেমন অন্যদিন ট্রেন চালনার দায়িত্ব তিনি পালন করেন সেদিনও একইভাবে কাজ করছিলেন লোকো পাইলট বা ট্রেনের চালক। এমন সময় ঘটে ঘটনাটা।

কিছু বুঝে ওঠার আগেই ট্রেন চালকের সামনে থাকা কাচের উপর উড়ে আসে আকাশের রাজা বলে পরিচিত একটি ঈগল। ট্রেনের বিরাট উইন্ড স্ক্রিনের পুরু কাচ ভেঙে সে ঢুকে আসে ট্রেনের মধ্যে।

উইন্ড স্ক্রিনে একটা বড় ফুটো হয়ে যায়। কাচ ছড়িয়ে পড়ে চারধারে। যেহেতু উইন্ড স্ক্রিনের সামনেই বসেছিলেন লোকো পাইলট, তাই তিনি আঘাত পান।

এদিকে চালকের কেবিনে ঢুকে পড়ার পর হয়তো ভয় পেয়ে যায় ঈগলটিও। কিছুটা আঘাতও হয়তো পায়। তাই সে একটা কোণায় জায়গা নেয়।

ঈগলটিকে শান্ত হয়ে ওই চালকের কেবিনে বসে থাকতে দেখা যায়। এই পুরো পরিস্থিতির ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। দেখা যায় লোকো পাইলটের নাকের কাছে কাটা। সেখান দিয়ে রক্ত গড়াচ্ছে।

ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায়। বারামুলা-বানিহাল রুটের এই ট্রেনটি তখন বিজবেহারা ও অনন্তনাগ স্টেশনের মাঝখানে ছিল। আঘাত পেলেও নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করেন ওই ট্রেন চালক।

তিনি ট্রেনটি নিয়ম মেনে চালিয়ে অনন্তনাগ স্টেশনে নিয়ে যান। যদিও ঘটনার কথা তার আগেই বিভিন্ন জায়গায় জানিয়ে রাখেন ওই চালক। অনন্তনাগ স্টেশনে ট্রেন থামার পর প্রাথমিক চিকিৎসা হয় ওই চালকের। তারপর ফের ট্রেন এগোয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *