Feature

এই রেলস্টেশনে বিশেষ দিনে রাত নামলে ছমছম করে গা, দেখা যায় ছায়ামূর্তি

এ এমন এক রেলস্টেশন যেখানে রেলের কর্মীরা থেকে যাত্রীরা, সকলেই একাধিক অশরীরীর উপস্থিতি দাবি করেছেন। তবে সেটা হয় এক বিশেষ দিনে।

রেলস্টেশনের সঙ্গে জড়িয়ে আছে ভূতের কাহিনি। এমনটা খোদ পশ্চিমবঙ্গেই রয়েছে। বেগুনকোদর রেলস্টেশন ভৌতিক কারণে অনেকদিন ধরে প্রায় বন্ধ অবস্থায় পড়ে ছিল। আজও বেগুনকোদর তার ভৌতিক কাহিনি থেকে মুক্তি পায়নি।

তবে ভারতে এমন এক রেলস্টেশন রয়েছে যেখানে প্রতিদিন নয়, কেবল পূর্ণিমার রাতেই হাড় হিম করা অভিজ্ঞতা হয় অনেক যাত্রী থেকে রেলকর্মীর। অনেক রেলকর্মী এবং যাত্রীদের দাবি পূর্ণিমার দিন রাত নামলে যখন স্টেশন চত্বর অনেকটাই ফাঁকা হয়ে আসে তখন এই স্টেশনে ছায়ামূর্তি দেখতে পাওয়া যায়।

ছায়ামূর্তিগুলি প্ল্যাটফর্ম বা রেললাইনের ওপর দেখা দেয়। তারপর আচমকা হাওয়ায় মিলিয়ে যায়। এমনকি দেখা না গেলেও এঁদের উপস্থিতি নাকি অনুভব করতে পারেন অনেকেই। মনে হয় আশপাশে কেউ রয়েছে। কিন্তু কাউকে দেখা যায়না।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাছে নৈনি রেলস্টেশন আজও এই ভৌতিক তকমা থেকে রেহাই পায়নি। তবে যাঁদের এখানে ভূত হিসাবে দেখা যায় বা অনুভব করা যায় তাঁরা ভারতের স্বাধীনতা সংগ্রামী বলেই দাবি সকলের।

ভারত যখন পরাধীন তখন এই স্টেশনের কাছেই থাকা নৈনি সেন্ট্রাল জেলে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের ওপর চলত ব্রিটিশদের অকথ্য অত্যাচার।

সেই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক বিপ্লবী প্রাণও হারান। তাঁদের আত্মাই নাকি আজও এই নৈনি স্টেশনে ঘুরে বেড়ায়। এমনই মনে করেন স্থানীয়রা থেকে যাত্রী ও রেলকর্মীরা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *