ফের এক নতুন ইতিহাস লিখল রেল, এই প্রথম এ দৃশ্য দেখলেন বাসিন্দারা
স্থানীয় বাসিন্দারা ফের এক নতুন দৃশ্য দেখলেন। রেল সেই বিশেষ উপহার প্রদান করল। যা এর আগে কখনও দেখেননি উপত্যকাবাসী।

ফের এক নতুন ইতিহাসের সাক্ষী হল কাশ্মীর উপত্যকা। এই স্বর্গীয় সুন্দর প্রকৃতি পর্যটকদের চিরকাল আকর্ষিত করেছে। কিছুদিন আগে রেল পরিষেবার হাত ধরে কাশ্মীরের বিখ্যাত আপেল গোটা ভারতে পৌঁছতে পেরেছে। সেটাও ছিল একটা ইতিহাস।
এবার ফের এক নতুন ইতিহাস রচনা করল রেল। এই প্রথম পণ্যবাহী ট্রেনে করে কাশ্মীরে পৌঁছল অনেক গাড়ি। এর আগে গাড়ি কাশ্মীর উপত্যকার যেখানেই যেত তা যেত সড়কপথে।
এই প্রথম ট্রেনে চেপে অটোমোবাইল পৌঁছল কাশ্মীরের অনন্তনাগ জেলায়। হরিয়ানার মানেসর থেকে অনন্তনাগে পৌঁছতে এই অটোমোবাইলবাহী ট্রেনটির সময় লাগে ৪৫ ঘণ্টা। পার করে ৮৫০ কিলোমিটার পথ।
১১৬টি নতুন গাড়ি ওই পণ্যবাহী ট্রেনে করে পৌঁছে যায় গন্তব্যে। আর লিখে ফেলে রেলের নতুন ইতিহাস। অবশ্যই যা কাশ্মীরের জন্যও বড় প্রাপ্তি। কাশ্মীরের অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রেও ক্রমশ বাড়তে থাকা এই রেল যোগাযোগ বিশেষভাবে কার্যকরি হবে বলেই মনে করা হচ্ছে।
এদিকে অনেক গাড়ি নিয়ে এভাবে পণ্যবাহী ট্রেনের যাতায়াত শুরু হওয়ায় কাশ্মীর উপত্যকায় কিছুটা হলেও গাড়ির দাম কমতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সড়কপথে গাড়ি নিয়ে কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গায় পৌঁছ যাওয়ার খরচ অনেক বেশি।
একসঙ্গে অত গাড়িও নিয়ে যাওয়া অসম্ভব। সেখানে পরিবহণ খরচ অনেকটা কমিয়ে দিল এই পণ্যবাহী ট্রেনে গাড়ি নিয়ে যাওয়া। যা আখেরে ক্রেতাদের উপকৃত করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা