State

টিকিট চাওয়ায় মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ঢেলে দিলেন মহিলা যাত্রী

টিকিট দেখতে চাওয়ায় এক মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ঢেলে দিলেন এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশনে।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে তখন একটি লোকাল ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় টিকিট পরীক্ষা করতে ওঠেন টিটিই পূজা কুমারী।

সকলেই সঙ্গে থাকা টিকিট দেখাচ্ছিলেন। এভাবে টিটিই ২ মহিলার সামনে হাজির হন। তাঁরা বসেছিলেন। ২ জনেই তখন ঘুগনি খেতে ব্যস্ত। আশপাশের কয়েকজন যাত্রী ওই ২ মহিলার বিরুদ্ধে অভিযোগও জানান টিকিট পরীক্ষককে।

জানান তাঁরা জোর করে জায়গা দখল করে বসে আছেন। টিকিট পরীক্ষক এরপর টিকিট চাইলে ওই ২ মহিলা যাত্রীর ১ জন তাঁর হাতে থাকা গরম ঘুগনি ওই টিকিট পরীক্ষকের মুখে ছুঁড়ে দেন।

যন্ত্রণায় কাতরে ওঠেন পূজা কুমারী। সাহায্য চেয়ে চিৎকার করে ওঠেন। তাঁর চোখ মুখ গরম ঘুগনিতে জ্বলতে শুরু করে। আশপাশের যাত্রীরাও এই কাণ্ডে চমকে ওঠেন।

প্রাথমিক যন্ত্রণা কাটিয়ে ওই অবস্থায় কোনও রকমে চোখের ওপর থেকে ঘুগনি সরিয়ে দেন পূজা কুমারী নামে ওই টিকিট পরীক্ষক। তারপর যিনি ঘুগনি ছুঁড়েছিলেন সেই মহিলাকে ধরে ফেলেন।

এদিকে তাঁর যন্ত্রণা কাতর চিৎকার শুনে আরপিএফ জওয়ানরাও ততক্ষণে ছুটে আসেন। সায়দা বিবি নামে ওই মহিলাকে আটক করা হয়। অভিযুক্ত মহিলার কাছে শিয়ালদা থেকে সুভাষগ্রামের টিকিট থাকলেও বারুইপুরের টিকিট ছিলনা।

এদিকে পূজা কুমারী ওই মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মহিলাকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *