National

পরিবর্তিত ৫০০ ট্রেনের যাত্রার সময়সূচী

ট্রেন যাত্রীদের জন্য সুখবর। বুধবার, ১ নভেম্বর থেকে কার্যকর হল রেলের নতুন সময়সূচী। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই রেলমন্ত্রকের এই নয়া সিদ্ধান্ত।

মেল ট্রেন, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন মিলিয়ে মোট ৫০০টি ট্রেনের যাত্রার সময়সূচী পরিবর্তিত হয়েছে। বাড়ানো হয়েছে ট্রেনের গতিও। সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত সময় যাত্রাপথে কমানো হয়েছে। উত্তর রেলের মোট ৬৫টি ট্রেনের গতি বাড়ানো হয়েছে। দক্ষিণ রেলের ৫১টি এক্সপ্রেস ও ৩৬টি প্যাসেঞ্জার ট্রেনের গতিও বাড়ানো হয়েছে। তেজস, হামসফর এক্সপ্রেসের পাশাপাশি অন্ত্যোদয় প্রকল্পের আওতায় মোট ৬টি নতুন ট্রেন সংযোজিত হতে চলেছে ভারতীয় রেল মানচিত্রে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button