National

পরিবর্তিত ৫০০ ট্রেনের যাত্রার সময়সূচী

ট্রেন যাত্রীদের জন্য সুখবর। বুধবার, ১ নভেম্বর থেকে কার্যকর হল রেলের নতুন সময়সূচী। ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই রেলমন্ত্রকের এই নয়া সিদ্ধান্ত।

মেল ট্রেন, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন মিলিয়ে মোট ৫০০টি ট্রেনের যাত্রার সময়সূচী পরিবর্তিত হয়েছে। বাড়ানো হয়েছে ট্রেনের গতিও। সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘণ্টা ২০ মিনিট পর্যন্ত সময় যাত্রাপথে কমানো হয়েছে। উত্তর রেলের মোট ৬৫টি ট্রেনের গতি বাড়ানো হয়েছে। দক্ষিণ রেলের ৫১টি এক্সপ্রেস ও ৩৬টি প্যাসেঞ্জার ট্রেনের গতিও বাড়ানো হয়েছে। তেজস, হামসফর এক্সপ্রেসের পাশাপাশি অন্ত্যোদয় প্রকল্পের আওতায় মোট ৬টি নতুন ট্রেন সংযোজিত হতে চলেছে ভারতীয় রেল মানচিত্রে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *