National

গ্যাস সিলিন্ডারের পর ফের অভিনব উপায়ে ট্রেন বেলাইন করার চেষ্টা

দুর্ঘটনাবশত ট্রেন বেলাইন হয়। কিন্তু ট্রেন জোর করে বেলাইন করার চেষ্টা এখন এক নতুন প্রবণতা। কারা করছে এমন কাণ্ড তা পরিস্কার নয়।

কদিন আগেই কানপুরে রেললাইনের ওপর একটি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। সবরমতী এক্সপ্রেসের চালক সেটা গ্যাস সিলিন্ডার কিনা তা না বুঝতে পারলেও কিছু একটা রয়েছে সেটা দূর থেকেই দেখে ফেলেন। ফলে তিনি ট্রেনটি ব্রেক কষে ধাক্কা লাগার আগেই থামিয়ে দেন।

তারপর দেখা যায় লাইনের ওপর একটি গ্যাস সিলিন্ডার রাখা। যার সঙ্গে ধাক্কা লাগলে ট্রেন বেলাইন ছাড়াও আরও বড় কোনও দুর্ঘটনা ঘটতেই পারত। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার ফের ট্রেন বেলাইন করার চেষ্টা হল রাজস্থানে।


রাজস্থানের আজমেরের কাছে ঘটনাটি ঘটে। এক্ষেত্রে ট্রেনলাইনের ওপর কিছুটা দূরত্বে ২টি কংক্রিটের বড় বড় খণ্ড রাখা ছিল। বিশাল চেহারার কংক্রিটের খণ্ডের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের ধাক্কাও লাগে।

কারণ রাতের অন্ধকারে তা হয়তো চালকের নজরে পড়েনি। এই ধাক্কায় ভেঙে যায় কংক্রিট। ২ ধারে ছিটকে পড়ে। তবে ট্রেনটি বেলাইন হতে পারেনি। কিন্তু কারা করছে এমন কাণ্ড সেটাই এখন বড় চিন্তা।


এমন নয় যে একই জায়গায় এমন ঘটছে। কানপুর উত্তরপ্রদেশে, আজমের রাজস্থানে। কিন্তু ট্রেন বেলাইন করার চেষ্টা বিষয়টি একেবারেই নতুন এক প্রবণতা।

রাজস্থানে কংক্রিটের খণ্ড কারা রাখল তা জানতে লাগোয়া ২টি গ্রামে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। যার জেরে বড় কিছু ঘটে যেতে পারত। ফলে ট্রেন যাত্রীরাও এক নতুন আতঙ্কে ভুগতে শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button