National

বদলে যাচ্ছে অযোধ্যা রেলস্টেশনের নাম

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় নতুন সাজে সেজে ওঠা রেলস্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নামও হবে নতুন। কি নাম হবে জানিয়ে দিলেন স্থানীয় সাংসদ লালু সিং।

অযোধ্যায় এখন সাজো সাজো রব। শহর যেমন একদম নব কলেবরে এতদিন ধরে সেজেছে, তেমনই অযোধ্যার প্রধান আকর্ষণ রাম মন্দিরের উদ্বোধন এখন হাতেগোনা দিনের অপেক্ষা। উত্তরপ্রদেশ সরকার রাম মন্দিরকে সামনে রেখে অযোধ্যা শহরটার ভোলই বদলে ফেলেছে।

প্রাচীন এই শহরের আনাচেকানাচে এখন আধুনিকতার ছোঁয়া। আধুনিক সুযোগ সুবিধা। দেশি বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই সেজে উঠেছে অযোধ্যা শহর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সাজানো এখনও শেষ হয়নি। আরও নানা পরিকল্পনা বাস্তবায়িত হওয়া বাকি। এরমধ্যেই অযোধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছনোর অন্যতম উপায় অযোধ্যা রেলওয়ে স্টেশনের নাম যাচ্ছে বদলে।

আগামী ৩০ ডিসেম্বর নবনির্মিত অযোধ্যা রেলস্টেশনের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এটি একটি জংশন স্টেশন। নতুন সাজে সেজে ওঠা স্টেশনটিতে রয়েছে রাম মন্দিরের ছাপ।

এই রেলস্টেশনের নাম আর অযোধ্যা রেলওয়ে জংশন স্টেশন থাকছে না। স্থানীয় সাংসদ লালু সিং জানিয়ে দিয়েছেন, অযোধ্যা রেলস্টেশনের নাম বদলে হচ্ছে অযোধ্যা ধাম।

এই নামের স্টেশনেই আগামী দিনে পা দেবেন যাত্রীরা। ফলে অযোধ্যা স্টেশন আগামী দিনে পরিচিত হবে অযোধ্যা ধাম জংশন স্টেশন হিসাবে। আগামী ৩০ ডিসেম্বর অযোধ্যার বিশাল রেলস্টেশন ও অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সেইসঙ্গে তিনি রাম মন্দির উদ্বোধনের আগে তার কাজের অগ্রগতি ঘুরে দেখবেন। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *