National

উত্তরপ্রদেশে লাইনচ্যুত শক্তিপুঞ্জ, দিল্লিতে রাঁচি রাজধানী

ভারতীয় রেলের গ্রহণ কাটছে না। ফের লাইনচ্যুত ট্রেন। এবার শক্তিপুঞ্জ এক্সপ্রেস। তবে উল্লেখযোগ্যভাবে অধিকাংশ ক্ষেত্রে রেল দুর্ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে। হাওড়া থেকে জবলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ৭টি কামরা এদিন ওবরার কাছে লাইনচ্যুত হয়। স্থানীয় লোকজনের দাবি, সিগনাল সবুজ পেলেও সামনে রেল লাইন কাটা দেখে দ্রুত ট্রেনের গতি কমিয়ে দেন চালক। ফলে ট্রেন লাইনচ্যুত হলেও বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। দ্রুত ঘটনাস্থলে হাজির হন রেলের উচ্চপদস্থ কর্তারা। সাড়ে ৬টায় দুর্ঘটনা ঘটার পর যাত্রীদের খাবার ও জলের ব্যবস্থা করা হয় রেলের তরফে। ঘটনায় কোনও যাত্রী আহতও হননি বলে রেলের তরফে দাবি করা হয়েছে। পরে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ট্রেন।

এই পর্ব মিটতে না মিটতেই ফের আরও একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা সামনে আসে। দিল্লির মিন্টো ব্রিজের কাছে লাইনচ্যুত হয়ে যায় রাঁচি রাজধানী এক্সপ্রেসের ইঞ্জিন ও পাওয়ার কার। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *