National

করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল, দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা

এক ভয়ংকর ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটল। কলকাতা থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের অনেকগুলি কামরা দুমড়ে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে।

শালিমার স্টেশন থেকে ছেড়ে করমণ্ডল এক্সপ্রেস ছুটে যাচ্ছিল চেন্নাইয়ের দিকে। চেন্নাই যাওয়ার জন্য এ রাজ্য থেকে কার্যত অন্যতম সেরা ট্রেন করমণ্ডল এক্সপ্রেস।

ওড়িশার বালাসোর জেলার বাহানাগা রেলস্টেশনের কাছে পৌঁছয় ট্রেনটি। তখন সন্ধে নেমেছে। এই স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস দাঁড়ায় না। তাই সেটি যথেষ্ট গতিতে ছিল।

সেই সময় ওই লাইনেই দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। করমণ্ডল এক্সপ্রেস একই লাইনে এসে পড়ে। প্রচণ্ড গতিতে থাকা ট্রেনটি সোজা গিয়ে ধাক্কা মারে মালগাড়িতে। তারপরই করমণ্ডল এক্সপ্রেসের অনেকগুলি কামরা দুমড়ে লাইন থেকে ছিটকে যায়। যাত্রীরা আর্তনাদ করে ওঠেন।

ঘটনার পরই সেখানে হাজির হন রেল কর্তারা। শুরু হয় উদ্ধারকাজ। একের পর এক যাত্রীর দেহ বার করে আনা হয়। আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়।

২০টি অ্যাম্বুলেন্স কাজে লাগানো হয় আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। ২টি দমকলের গাড়িও পাঠানো হয়। এই দুর্ঘটনায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা পরিস্কার নয়। তবে উদ্ধারকাজ জোরকদমে শুরু হয় রাতের অন্ধকারেই।

Indian Railways
দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেস, ছবি – আইএএনএস

অধিকাংশ আহত যাত্রীকে বালাসোর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। তাঁদের অবস্থা সংকটজনক।

ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। বিষয়টি নিয়ে এখনও রেলের তরফেও কিছু জানানো হয়নি। স্থানীয় মানুষজনও উদ্ধারে হাত লাগান।

এদিকে এই ভয়ংকর দুর্ঘটনার জেরে এ রাজ্য থেকে দক্ষিণ ভারত গামী অধিকাংশ ট্রেন বাতিল করা হয়েছে। যে তালিকায় রয়েছে পুরী এক্সপ্রেস, চেন্নাই মেল সহ অনেক ট্রেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *