Kolkata

৬ মাস বন্ধ থাকার পর গড়াল লোকাল ট্রেনের চাকা, প্রথম দিনেই ভিড়

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে রাজ্যে লোকাল ট্রেন গত ৬ মাস ধরে বন্ধ থাকার পর এদিন থেকে ফের চালু হয়েছে। খুশি যাত্রীরা। পাশাপাশি রবিবারেও ট্রেনে ভিড়।

করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়ে তখন পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন বন্ধ ছিল ৭ মাস। তারপর তা নিয়ন্ত্রিতভাবে চালু হয়েছিল। ক্রমে স্বাভাবিক হয় পরিষেবা। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ছন্দপতন হয়। গত ৬ মে রাজ্যে লোকাল ট্রেনের চাকা ফের স্তব্ধ হয়ে যায়।

এরপর ধাপে ধাপে করোনা বিধি প্রকাশ করেছে নবান্ন। সেখানে লোকাল ট্রেন চালু করার কোনও ইঙ্গিত ছিলনা। অবশেষে কালীপুজো, দিওয়ালীর আগেই অক্টোবরের শেষ দিন থেকে চালু হল লোকাল ট্রেন। রবিবার মধ্যরাতে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রবিবার ছুটির দিন। এদিন সচরাচর লোকাল ট্রেন ফাঁকাই থাকে। সংখ্যাও কম থাকে লোকালের। এদিন ৬ মাস পরে চালু হওয়ার কারণেই হোক বা অন্য কোনও কারণ, দেখা যায় ট্রেন চালু হতেই হাওড়া ও শিয়ালদহ শাখার বিভিন্ন রুটে লোকাল ট্রেনে যথেষ্ট ভিড়।

নবান্ন রাজ্যে লোকাল চালুতে সবুজ সংকেত দিয়ে জানিয়ে দিয়েছিল ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল। রেল কর্তৃপক্ষ এভাবে ৫০ শতাংশ আলাদা করার উপায় তেমন কিছু বার না করতে পারলেও বসার সিটে ২ জনের মাঝে ক্রশ চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছে ওখানে বসা যাবে না।

তবে এদিন অনেক লোকালেই তা মানতে দেখা যায়নি যাত্রীদের। ঠাসাঠাসি করেই বসেছেন সিটে। রেল কর্তৃপক্ষ নানাভাবে যাত্রীদের সতর্ক করার চেষ্টাতেও ত্রুটি রাখছে না।

তবে যে ছবি রবিবার লোকাল চালুর প্রথম দিনেই নজরে পড়ল তাতে সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ট্রেনগুলির চেহারা কেমন হতে পারে তা অনুমান করতে বিশেষ বেগ পেতে হচ্ছে না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *