State

রেল অবরোধ, তুঙ্গে ‌হয়রানি

সকালে আগরপাড়ার কাছে একটি রেল গেট ভেঙে পড়ে। বড় কোনও অঘটন না ঘটলেও তা ঘটতেই পারত! এভাবে রেল গেট ভেঙে পড়ার বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ে রেল লাইনে। রেল অবরোধ করেন স্থানীয়রা। বিপদে পড়েন রেল যাত্রীরা। প্রায় আধঘণ্টা পর অবরোধ ওঠে। কিন্তু ততক্ষণে শিয়ালদহ মেন লাইনে ট্রেন চলাচলে যে অস্থিরতা তৈরি হওয়ার তা হয়ে গিয়েছে। ব্যাহত ট্রেন চলাচল। অনেক ট্রেন সময়ে স্টেশনে ঢুকতে পারেনি। অবস্থা বিকেল পর্যন্তও স্বাভাবিক চেহারা নিতে পারেনি।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *