বগি ফেলে একা ইঞ্জিন ছুটল ১ কিলোমিটার!

বগির সারি রইল পড়ে। লাইন ধরে ইঞ্জিন একাকী ছুটল ১ কিলোমিটার পথ! পরে ট্রেন চালকের নজরে আসায় অবশেষে সেই ছুট থামল! যদিও ভারতীয় রেলে এ ঘটনা নতুন নয়। তবু এমন ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্কের জন্ম দেয় বৈকি! ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাঙালিবাজনার কাছে।
বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেস ছুটছিল নিজের গতিতে। সাড়ে ৯টা নাগাদ গাড়িটি যখন রাঙালিবাজনা লেভেল ক্রসিং পার করছিল ঠিক তখনই বগিগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইঞ্জিন। কিন্তু তা টেরও পাননি ট্রেন চালক। ফলে ইঞ্জিন নিজের গতিতেই প্রায় ১ কিলোমিটার সফর করে ফেলে। পরে চালক বুঝতে পেরে ট্রেন থামান। এদিকে আচমকাই ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ায় প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে বগিগুলি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এই ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা ট্রেনের চালককে ঘিরে বিক্ষোভ দেখান। যান্ত্রিক ত্রুটির কারণেই এমন ঘটনা বলে মনে করছেন রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পর তাঁদের অনুমান, কাপলিং ঠিকমত লাগানো না থাকায় এই ঘটনা। পরে ট্রেনের বগিগুলিকে নিয়ে আসা হয় স্টেশনে।