State

অবশেষে নড়ল টনক, সাঁতরাগাছিতে তৈরি হবে নতুন ফুটব্রিজ

সাঁতরাগাছি স্টেশনে ফুটব্রিজে যাত্রীদের হুড়োহুড়িতে প্রাণ গেছে ২ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় বারবার রেলের দিকেই উঠছে আঙুল। এই অবস্থায় বৃহস্পতিবার সাঁতরাগাছি স্টেশন ও স্টেশনের ফুটব্রিজ ঘুরে দেখলেন দক্ষিণপূর্ব রেলের জিএম পিএস মিশ্র। সম্পূর্ণ পরিদর্শনের পর তিনি ওই দুর্ঘটনায় রেলের গাফিলতির কথা মেনে নেন। পিএস মিশ্র জানান, সাঁতরাগাছিতে যে ফুটব্রিজ রয়েছে যাত্রী সংখ্যার তুলনায় তা একেবারই যথেষ্ট নয়। এই অপ্রতুলতার কথা ১৫ বছর আগেই বোঝা গিয়েছিল। কিন্তু অর্থাভাবে তা করে ওঠা সম্ভব হয়নি। এখন সেই সমস্যা নেই। তাই দ্রুত তৈরি হবে ফুটব্রিজ। জানা গেছে আগামী জানুয়ারির মধ্যেই তৈরি হবে নতুন ফুটব্রিজটি।

এদিন পিএস মিশ্র আরও বলেন, পিক আওয়ারে রেলের তরফে প্ল্যাটফর্ম বদলানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে গাড়ি যে প্ল্যাটফর্মে ঢোকে সেখানেই প্রবেশ করবে। শেষ মুহুর্তে আচমকা সেই গাড়িতে অন্য প্ল্যাটফর্মে দেওয়ার কথা ঘোষণা করা যাবে না। এ নির্দেশ এদিন সাঁতরাগাছি রেল স্টেশনের আধিকারিকদের তিনি দিয়ে দিয়েছেন বলে জানান দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, যদি নিতান্তই পিক আওয়ারে প্ল্যাটফর্ম পরিবর্তনের দরকার পড়ে তবে তা ট্রেন আসার আধঘণ্টা আগে ঘোষণা করতে হবে। আর একবার সেই পরিবর্তনের কথা ঘোষণা হওয়ার পর আর কোনওভাবে সেই ঘোষণা বদলানো যাবে না।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *