National

বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় সেনাবাহিনীর টর্নেডো


একটা বাইকে ৫৮ জন আরোহী। জাতীয় পতাকার গেরুয়া-সাদা-সবুজ রঙের পোশাকে অসাধারণ স্টান্ট দেখিয়ে বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় সেনাবাহিনী। রবিবার বেঙ্গালুরুর এলাহাঙ্কা বায়ুসেনা ঘাঁটিতে ৫৮ জন ‘টর্নেডো’ সেনা অফিসার ৫০০ সিসি ক্ষমতাসম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটর বাইকে চড়ে তাঁদের কেরামতি দেখান।


বাইকের চালকের আসনে ছিলেন বায়ু সেনার সুবেদার রামপাল যাদব। সমগ্র স্টান্টটির পরিচালনার দায়িত্ব সামলান মেজর বানি শর্মা। বাকি সেনারা ২ চাকার বাইকের পিছনে একে অপরের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থেকে মানব-দেওয়াল গড়ে তোলেন। ওই অবস্থায় ১২০০ মিটার পথ বাইক চালিয়ে নিয়ে যান সুবেদার যাদব। এর আগে ২০১০ সালে একসঙ্গে ৫৬ জন বায়ু সেনা জওয়ানের বাইকে চড়ে স্টান্ট দেখানোয় গিনেস বুকে নাম আছে। রবিবারের রেকর্ড পুরনো রেকর্ডকে ছাপিয়ে যাওয়ায় উচ্ছ্বসিত বায়ু সেনার অফিসাররা।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *