National

বিমানঘাঁটির পাঁচিল টপকে ঢোকার চেষ্টা এক যুবকের


ভারতীয় বিমানঘাঁটির অতিসুরক্ষিত এলাকার পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা রুখে দিলেন সুরক্ষাকর্মীরা। এক যুবককে পায়ে গুলি করে নিরস্ত করেন তাঁরা। তবে এই ঘটনার পিছনে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের যোগ আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, গত মঙ্গলবার রাত ১১টা নাগাদ উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিণ্ডন বিমানঘাঁটির পাঁচিল টপকে ভিতরে ঢোকার চেষ্টা শুরু করে এক যুবক। তাকে দেখে বারবার একাজ করতে মানা করেন সুরক্ষাকর্মীরা। কিন্তু ওই যুবক সেসবে কান দেয়নি বলেই দাবি করেছে পুলিশ। ফলে তাকে আটকাতে বাধ্য হয়ে পা লক্ষ করে গুলি চালান সুরক্ষাকর্মীরা। তার বাঁ পায়ে গুলি লাগে। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।


ওই যুবক জানিয়েছে তার নাম সুজিত। উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা। কেন সে একাজ করল তা জানতে সুজিতকে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *