National

বায়ুসেনার চপার ভেঙে মৃত ৫

অরুণাচলে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি অত্যাধুনিক চপার। ঘটনায় ৫ বায়ুসেনা কর্মী প্রাণ হারিয়েছেন। বায়ুসেনার তরফে সেকথা নিশ্চিতও করা হয়। যদিও বেসরকারি মতে, মৃতের সংখ্যা ৭ জন। সাধারণত পরিবহণের কাজে ব্যবহার করা হয় এই ধরণের চপার। শুক্রবার ভোর ৬টায় চপারটি এয়ার মেনটেনেন্স মিশনে আকাশে ওড়ে। এরপর অরুণাচলের তাওয়াংয়ে সেটি ভেঙে পড়ে।

ভারত-চিন সীমান্তের কাছে তাওয়াং একটি ঘন জঙ্গল ও পাহাড়বেষ্টিত দুর্গম এলাকা। ঘটনার পরই সেখানে উদ্ধারকাজ শুরু করে বায়ুসেনা। এদিকে কি করে এমন ঘটনা ঘটল তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *