National

গোটা বিশ্বকে চমকে ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত, জায়গা হল এলিট লিগে

বিশ্বের হাতেগোনা দেশ এটা করে দেখাতে পেরেছে। এবার ভারত তা করে দেখাল। গোটা বিশ্বকে চমকে তাক লাগানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল ভারত।

দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে ভারতের ক্ষেপণাস্ত্র ভান্ডার নেহাত কম নয়। বিভিন্ন সময় আরও উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করা হয়। কিন্তু এবার যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত করল তা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে।

কারণ এই সাফল্য এর আগে হাতেগোনা কয়েকটি মাত্র দেশের কাছেই রয়েছে। সেই এলিট ক্লাবে এবার যুক্ত হল ভারতের নামও। এটা অবশ্যই ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের।

কোনও রণতরী নয়, কোনও লঞ্চিং স্টেশনও নয়। এবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ভারত। পরীক্ষামূলক এই নিক্ষেপ সম্পূর্ণ সফল হয়েছে। এতে আগামী দিনে ভারতের রেল নেটওয়ার্কের আওতায় যে কোনও স্থানে পৌঁছে যাবে অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র।

মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ ২ হাজার কিলোমিটার। যা রেল থেকে উড়ে গেল নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে। রেললাইনের ওপর থেকেও এভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পৃথিবীকে চমকে দিল ভারত।

রেল বেসড মোবাইল লঞ্চার সিস্টেম থেকে অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের এটাই ছিল প্রথম সফল পরীক্ষা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বিরল সাফল্যের বিষয়টি নিজের এক্স হ্যান্ডলে প্রকাশ করেছেন।

এই সাফল্যের জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র বিজ্ঞানীদের এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন যে আরও একধাপ এগোল সেটাও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *