National

আকাশ সুরক্ষায় নতুন উচ্চতায় ভারত, বানিয়ে ফেলল অভিনব ক্ষমতার ক্ষেপণাস্ত্র

আকাশপথে নানাধরনের আক্রমণ নেমে আসতে পারে। তা থেকে দেশকে রক্ষা করতে এক অভিনব ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলল ভারত।

দেশকে সুরক্ষিত রাখতে যেমন জলপথ ও স্থলপথে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, তেমনই আকাশপথকেও সমানভাবে সুরক্ষিত রাখা জরুরি। আকাশপথে দেশের মাটিতে নেমে আসতে পারে নানাধরনের আক্রমণ। যাকে মাটি ছোঁয়ার আগেই ধ্বংস করে দেশকে সুরক্ষিত রাখতে হবে।

সেকথা মাথায় রেখে একাধিক ক্ষমতাসম্পন্ন এক অভিনব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলল ডিআরডিও। যে ক্ষেপণাস্ত্রটি বহু ধরনের আকাশপথে ধেয়ে আসা হানা থামিয়ে দিতে পারবে। এটি তাই কেবলই একটি ক্ষেপণাস্ত্র নয়, একটি এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম।

যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে রাডার, লঞ্চার, ক্ষেপণাস্ত্র, টার্গেটিং অ্যান্ড গাইডেন্স সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট। বহু স্তরীয় সুরক্ষা সুনিশ্চিত করতে সক্ষম এই অভিনব এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম। যা অত্যন্ত ছোট পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ।


সম্পূর্ণ দেশিয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম। যার সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ হল ওড়িশা উপকূল থেকে। পরীক্ষায় দারুণভাবে পাশ করেছে ডিআরডিও-র তৈরি এই অভিনব আকাশ সুরক্ষা বন্দোবস্ত।

আকাশপথে এই বহু স্তরীয় সুরক্ষা প্রদানে সক্ষম ব্যবস্থার সফল পরীক্ষার জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের অস্ত্রভান্ডারে এই নতুন সংযোজনে তিনি খুশি বলেও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

এক্স হ্যান্ডলে এই সাফল্যের কথা তুলে ধরেন রাজনাথ সিং। আকাশপথে আসা শত্রুপক্ষের যে কোনও হানা ঠেকাতে এই নতুন ব্যবস্থা নিয়ে কার্যত গর্বিত প্রতিরক্ষামন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *