ভারতের মুকুটে নতুন পালক, ১৫ হাজার ফুট উচ্চতায় সাফল্য পেল আকাশ
দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে বড় সাফল্যে পেল ভারত। ১৫ হাজার ফুট উচ্চতায় পাতলা বায়ুমণ্ডলে হল আকাশ শক্তির পরীক্ষা। এল নিখুঁত সাফল্য।

নিজের দেশের সুরক্ষাকে নিশ্চিত করার লক্ষ্যে ভারত দ্রুত এগোচ্ছে। আর সেই লক্ষ্যেই এবার এল এক বড় সাফল্য। দেশের আকাশকে সুরক্ষিত করতে এবার আর জলের ওপর নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উচ্চতায় লাদাখের এক পাণ্ডববর্জিত স্থানকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হল।
আকাশকে সুরক্ষিত করতে ভারত এখন তার নিজস্ব প্রযুক্তিতে অস্ত্রসম্ভার সুসজ্জিত করতে চাইছে। যাতে যে কোনও ধরনের বৈদেশিক হানা রুখে দেওয়া যায়। সাধারণত ক্ষেপণাস্ত্র থেকে অন্য কোনও অস্ত্র পরীক্ষা সমুদ্রের ওপরই করা হয়ে থাকে।
এবার কিন্তু তা হল না। এবার লাদাখে ১৫ হাজার ফুট উচ্চতায় এক ফাঁকা জায়গা বেছে নেওয়া হল পরীক্ষাটি করার জন্য। এমন এক জায়গা যেখানে সাধারণ মানুষের জীবনধারণের সামগ্রিই সহজে মেলেনা। সেখান থেকে পরীক্ষা হল আকাশ প্রাইম-এর।
একটি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। যাকে আকাশ প্রাইম বলে ব্যাখ্যা করা হচ্ছে। আকাশ প্রাইমকে তৈরি করেছে ডিআরডিও। আর তা এদিন পরীক্ষায় একেবারে নিখুঁত লক্ষ্যে আঘাত করে সাফল্য পেয়েছে। ফলে তা ভারতের অস্ত্রভান্ডারে জায়গা করে নিল বলাই যায়।
আকাশ সুরক্ষায় ভারত যে আরও এক বড় পদক্ষেপ নিতে পারল তা নিশ্চিত করল আকাশ প্রাইমের সফল পরীক্ষা। আকাশ দিয়ে উড়ে যাওয়া ২টি অতি গতিশীল লক্ষ্যে নির্ভুল আঘাত হেনে নিজের ক্ষমতা ও দক্ষতা নিশ্চিত করে দেখাল আকাশ প্রাইম। দেশের প্রতিরক্ষা ভান্ডারে এ এক নতুন শক্তি সন্দেহ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা