মাঝ সমুদ্রে ভারতের রুদ্ধশ্বাস লড়াই, জীবনের ঝুঁকি নিয়ে ১৪ জনকে রক্ষ করল নৌসেনা
একটি অন্য দেশের জাহাজে আগুন লেগে যায়। মে ডে বার্তা পাঠায় তারা। ছুটে যায় ভারতীয় নৌসেনা। শুরু হয় আগুনের সঙ্গে সমুদ্রের মাঝে রুদ্ধশ্বাস লড়াই।

আরবসাগরের উত্তরভাগের কোনও একটা জায়গা। চারধারে শুধু জল আর জল। সমুদ্রের বুক চিরে ছুটে যাচ্ছিল একটি জাহাজ। পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত পালাউ নামে দেশটির জাহাজ। জাহাজটি আরবসাগরের ওপর আগুনের কবলে পড়ে। দ্রুত তারা মে ডে বার্তা পাঠায়।
রক্ষার জন্য আর্তি এই বার্তা। অবস্থান বুঝতে অসুবিধা হয়নি ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস তাবার। দ্রুত সেই জাহাজ ছোটে আগুন লাগা পালাউয়ের জাহাজ এমটি ই চেং ৬-এর দিকে। গতি প্রায় সর্বোচ্চ পর্যায়ে তুলে পৌঁছয় তাবার।
প্রথমেই আগুন লাগা জাহাজের ৭ জন নাবিককে একটি ছোট নৌকায় তুলে নেয় ভারতীয় নৌসেনা। তারপর সমুদ্রের মাঝে জাহাজে লাগা বিধ্বংসী আগুনের সঙ্গে লড়াই করতে জানা কয়েকজন সেনা আধিকারিকের একটি দল তৈরি করে।
আধিকারিকরা ওই আগুন লাগা জাহাজে উঠে পড়েন। জীবনের ঝুঁকি ১০০ শতাংশ ছিল। কিন্তু জীবনের পরোয়া না করে তাঁরা লেগে পড়েন ওই জাহাজেরই কয়েকজন নাবিককে সঙ্গী করে আগুন নিয়ন্ত্রণ করতে।
জাহাজটিকে রক্ষা করা এবং জাহাজের বাকি নাবিকদের প্রাণ রক্ষা করা, এই ২টো লক্ষ্যই সামনে রেখে আগুনের সঙ্গে লড়াই চালিয়ে অবশেষে সেই আগুন নিয়ন্ত্রণে আনেন ভারতীয় নৌসেনার আধিকারিকরা।
ভারতীয় নৌসেনা যে এমন পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রের মাঝে কতটা তৈরি তার ফের একটা উদাহরণ তুলে ধরল ভারতীয় নৌসেনা। পালাউয়ের ওই জাহাজটি অবশেষে আগুনের গ্রাস থেকে রক্ষা পায়। রক্ষা পান জাহাজের ১৪ জন নাবিক। তাঁরা সকলেই প্রায় অক্ষত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা