National

শত্রুপক্ষের মাটির তলায় আঘাত হানবে, দেশের সুরক্ষায় নতুন উদ্যোগ শুরু

দেশকে সুরক্ষিত কারতে শত্রুপক্ষের মোকাবিলার জন্য তৈরি থাকা জরুরি। সেক্ষেত্রে শত্রুপক্ষের মাটির তলাতেও আঘাত হানার দরকার পড়তে পারে। সেজন্য নতুন উদ্যোগ শুরু করল ভারত।

দেশের সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। শত্রুপক্ষের যে কোনও চেষ্টাকে বিফল করে দেশকে সুরক্ষিত রাখতে তৎপর ভারতীয় সেনা। ভারতীয় প্রতিরক্ষা শক্তিশালী রাখতে সবদিক থেকে নিজেদের তৈরি রাখা জরুরি। প্রয়োজনে শত্রুপক্ষের মাটির তলার কোনও গুরুত্বপূর্ণ অংশেও আঘাত হানার দরকার পড়তে পারে।

ইরানে মার্কিন হানায় ব্যবহার হওয়া বাঙ্কার বাস্টারের কথা এখন সকলেই জানেন। যেটি মাটির অনেক তলায় থাকা কোনও টার্গেটে আঘাত হানতে পারে। ভারত এবার সেই বাঙ্কার বাস্টার তৈরিতে জোর দিল। যাতে মাটির অনেক তলায় থাকা টার্গেটে আঘাত হানতে কোনও সমস্যা না হয়।

এজন্য অগ্নি ক্ষেপণাস্ত্রের একটি নতুন ধরণ তৈরিতে জোর দিচ্ছে ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের একটি নতুন প্রকার তৈরি করায় জোর দিচ্ছে তারা।


অগ্নি-৫ পরমাণু অস্ত্র নিয়ে যেতে পারে। ৫ হাজার কিলোমিটার দূরের টার্গেটে নির্ভুল আঘাত হানতে পারে। তবে এবার যে অগ্নি-৫-এর প্রকার তৈরি করা হচ্ছে, যা বাঙ্কার বাস্টার বহন করতে সক্ষম, তা সাড়ে ৭ হাজার কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে পারবে।

সেই টার্গেট মাটির অনেক তলায় থাকলে সেখানেই গিয়ে তা ধ্বংস করে দিতে সক্ষম হবে এই অগ্নি-৫-এর নতুন প্রকার। মাটির অনেক তলায় নজর এড়িয়ে শত্রুপক্ষ অনেক সময় লুকিয়ে রাখে তার ক্ষেপণাস্ত্র, সেনা পরিকাঠামো। সেগুলি গুঁড়িয়ে দেওয়ার মত শক্তি সঞ্চয় ভারতের জন্য এখন সময়ের অপেক্ষা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *