National

রাত ৩টে নাগাদ একটা আওয়াজ লক্ষ্য করে গুলি, প্যাকেট খুলতে বাকরুদ্ধ সেনা

মাঝরাতে চারধার নিঝুম। তার মধ্যেই একটা হাল্কা শব্দ পেলেন বিএসএফ জওয়ানরা। অন্ধকারে সেই আওয়াজ লক্ষ্য করেই গুলি চালালেন তাঁরা।

দিনরাত এক করে ভারতের সীমান্তে অতন্দ্র প্রহরায় থাকেন বিএসএফ জওয়ানরা। সীমান্ত পার করে তাঁদের নজর এড়িয়ে একটি মাছিরও গলার উপায় নেই। এতটাই সতর্ক থাকেন তাঁরা। তেমনই ছিলেন সোমবার রাতে।

রাত তখন ২টো ৫৫ মিনিট। একটা হাল্কা কিন্তু আজগুবি শব্দ বিএসএফ জওয়ানদের কানে আসে। পঞ্জাবের ফিরোজপুর সেক্টরের কাছে প্রহরায় ছিলেন তাঁরা।

এমন একটা শব্দ কানে আসতে তাঁরা বুঝতে পারেন আওয়াজটি সীমান্তের ওপার থেকে ভারতের আকাশে এসে পৌঁছল। সময় নষ্ট না করে ওই আওয়াজ লক্ষ্য করে গুলি চালান তাঁরা। অব্যর্থ লক্ষ্যভেদ। গুলি লেগে মেঝেতে আছড়ে পড়ে একটি ড্রোন।

বিএসএফ জওয়ানরা গুলি করে নামানো ড্রোনটি উদ্ধার করেন। ওটা পাকিস্তানের দিকে থেকে ভারতে ঢুকেছিল বলে তাঁরা ভাল করে খতিয়ে দেখার চেষ্টা করেন কোনও আঘাত হানার চেষ্টা পাকিস্তান করেছে কিনা।

তাঁরা দেখেন ড্রোনের তলায় ঝুলছে একটি ব্যাগ। সেই ব্যাগের মধ্যে রয়েছে সাকুল্যে ৫টি প্যাকেট। যার ৪টি হলুদ ও একটি ছোট কালো।

সেগুলির মধ্যে বেআইনি জিনিসপত্র ছিল। যা পাকিস্তান থেকে ভারতের কোনও গোপন স্থানে রাতের অন্ধকারে পাচার করার চেষ্টা চলছিল।

এটাই অবশ্য পাকিস্তানের তরফে প্রথম প্রচেষ্টা নয়। পাকিস্তান এর আগেও পঞ্জাব ও জম্মু কাশ্মীরে বেআইনি জিনিসপত্র এভাবে লুকিয়ে ঢোকানোর চেষ্টা করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *