National

আইএনএস কলকাতা সহ ৭টি যুদ্ধজাহাজ ছুটল বিভিন্ন দেশে

অক্সিজেনের সংকট চরমে উঠেছে। দেশে অক্সিজেনের হাহাকার চলছে। এই অবস্থায় আগেই অন্য দেশ থেকে অক্সিজেন আনতে ছুটেছিল বায়ুসেনা। এবার ছুটল নৌসেনা।

অক্সিজেনের অভাব ক্রমশ চরম থেকে চরমতর হচ্ছে। দেশে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে এবং তার জন্য যে পরিমাণ অক্সিজেন হাসপাতালগুলির কাছে থাকা প্রয়োজন তা তাদের কাছে নেই।

এই অবস্থায় অন্য দেশও ভারতকে সাহায্য করতে এগিয়ে আসছে। সংযুক্ত আরব আমিরশাহী ও সিঙ্গাপুর থেকে আকাশপথে অক্সিজেন নিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনার বিমান। এবার ভারতের নৌসেনাও দেশের এই সংকটকালে তাদের ৭টি যুদ্ধজাহাজকে কাজে লাগাল।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এই ৭টি জাহাজ বিভিন্ন দেশ থেকে অক্সিজেন আনতে ছুটবে জলপথে। অক্সিজেনের সঙ্গে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসার সরঞ্জাম নিয়ে আসবে যুদ্ধজাহাজগুলি।

এই কাজে যে ৭টি যুদ্ধজাহাজ নিযুক্ত হয়েছে তার মধ্যে রয়েছে আইএনএস কলকাতা, কোচি, তলওয়ার, তাবড়, ত্রিকন্ড, জলস্ব এবং ঐরাবত। এই জাহাজগুলি তরল অক্সিজেন নিয়ে আসবে।

এর মধ্যেই আইএনএস কলকাতা ও আইএনএস তলওয়ার নামে ২টি জাহাজকে পারস্য উপসাগরের দিকে পাঠানো হয়েছে। সেখানকার দেশগুলি থেকে অক্সিজেন আনবে এই জাহাজগুলি।

কাতার, কুয়েতের মত দেশ থেকে আসবে এই অক্সিজেন ও চিকিৎসার সরঞ্জাম। আইএনএস ঐরাবত যাচ্ছে সিঙ্গাপুর। প্রয়োজনে আরও যুদ্ধজাহাজকে কাজে লাগাতেও প্রস্তুত ভারতীয় নৌসেনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More