National

জনবসতির কাছেই ভেঙে পড়ল ২টি ‘সূর্য কিরণ’, মৃত ১ পাইলট

অনুশীলন চলাকালীন ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। তবে সূর্য কিরণ যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনা এই প্রথম। বুধবার থেকে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার বেসে শুরু হচ্ছে এরো ইন্ডিয়া ২০১৯। এই শোয়ে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার বেলার দিকে আকাশে যুদ্ধ বিমানের কসরতে ব্যস্ত ছিল এই ২টি সূর্য কিরণ যুদ্ধ বিমান। বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ ২টি বিমান কোনওভাবে ধাক্কা খায়। আকাশেই ধাক্কা খাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ২টি বিমানই নিচের দিকে নামতে থাকে।

Indian Army
আগুনে ভস্মীভূত সূর্য কিরণ বিমান, ছবি – আইএএনএস

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই সময় বিমানের পাইলটরা বিমান ছেড়ে বেরিয়ে এসে প্যারাসুটের সাহায্যে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। মোট ৩ জন পাইলট ছিলেন। যারমধ্যে ২ জন আহত হলেও ১ পাইলটের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত বিমান ২টি নিচের দিকে নেমে এসে ইসরো কলোনি নামে ঘন জনবসতির পাশেই একটি ফাঁকা জমিতে আছড়ে পড়ে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমান ২টিতে আগুন ধরে যায়।

Indian Army
সূর্য কিরণ বিমানের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের লড়াই, ছবি – আইএএনএস

সেনার তরফে জানানো হয়েছে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় কোনও সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি। জনবসতির পাশে ফাঁকা মাঠে পড়ায় বড় ক্ষতি এড়ানো গেছে। এদিকে আগুন ধরে যাওয়ার পর বিমান ২টি থেকে বার হওয়া কালো ধোঁয়ায় আশপাশ ছেয়ে যায়। কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে পাক খেতে থাকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *