
ভারতীয় বায়ুসেনার অন্যতম ভরসা যুদ্ধবিমান জাগুয়ার। সোমবার সকালে গোরক্ষপুর এয়ার বেস থেকে এমনই একটি জাগুয়ার নিয়ে রুটিন উড়ানে বেরিয়েছিলেন পাইলট। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। উত্তরপ্রদেশের কুশিনগরের কাছে একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে সামান্য দূরত্বে ভেঙে পড়ে বিমানটি।
যেখানে পড়ে সেখানে অবশ্য গাছপালা ছিল। ফলে কোনও প্রাণহানি হয়নি। বেঁচে গেছেন পাইলটও। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বিমানটি ভেঙে পড়ার সময় বুদ্ধিমানের মত কাজ করেন পাইলট। তিনি ঘন জনবসতি এলাকা থেকে কিছুটা দূরে নিয়ে যান বিমানটিকে। যাতে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে। তিনি নিজেও সঠিক সময়ে বিমান থেকে বেরিয়ে আসেন।
কেন বিমানটি ভেঙে পড়ল তা পরিস্কার নয়। ভারতীয় বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেরই জাগুয়ারটি ভেঙে পড়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)













