National

ফের ভেঙে পড়ল মিগ, খুব জোর বাঁচল জনবসতি

আকাশে উড়ছিল কয়েকটি যুদ্ধ বিমান। আচমকাই একটি বিমান থেকে কালো ধোঁয়া বার হতে দেখেন স্থানীয় লোকজন। তারপরই তা প্রবল শব্দে ক্রমশ নিচে নেমে এসে আছড়ে পড়ে ফাঁকা মাঠে। আগুন লেগে যায় বিমানটিতে। দাউদাউ করে জ্বলতে থাকে বিমানের অংশ ও আশপাশের গাছপালা। তবে বিমান চালক কোনওক্রমে নিজেকে বাঁচাতে সক্ষম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের কাছে দেউলিয়া গ্রামে। এদিন আকাশে নিয়মমতই চলছিল অনুশীলন। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, সেইসময়ে আচমকাই যান্ত্রিক ত্রুটির জন্য মিগ-২৭ বিমানটিতে আগুন লেগে যায়। তবে পাইলট নিজেকে রক্ষা করতে সমর্থ হন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

বিমানটিতে আগুন লাগার পর তা ঘন জনবসতির ওপর পড়লে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তবে বিমান চালকের তাৎক্ষণিক বুদ্ধিতে সেই অবস্থা তৈরি হয়নি। তিনি বিমানটিকে সরিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যান বলে সেনার তরফে দাবি করা হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *