National

অনন্তনাগে ৪ জঙ্গিকে খতম করল সুরক্ষা বাহিনী

Published by
News Desk

ইসলামিক স্টেট জম্মু কাশ্মীর। আইসিসের একটি শাখা সংগঠন হিসাবে এই সংগঠন জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। সেই জঙ্গি সংগঠনের প্রধানকেই এদিন খতম করতে সমর্থ হল সুরক্ষা বাহিনী। এটা অবশ্যই সুরক্ষা বাহিনীর জন্য বড় সাফল্য। এছাড়াও জম্মু কাশ্মীরের অনন্তনাগে হওয়া এদিনের গুলির লড়াইয়ে আরও ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। শহিদ হয়েছেন এক সেনা জওয়ান ও ১ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।

জম্মু কাশ্মীর পুলিশ জানাচ্ছে, অনন্তনাগের একটি বাড়িতে কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে আছে বলে খবর মেলে। তারপরই শুক্রবার ভোরে সেখানে তল্লাশি অভিযান শুরু করে সুরক্ষা বাহিনী। তল্লাশি চলাকালীন ১টি বাড়ি থেকে সুরক্ষা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়। পাল্টা গুলি চালায় সুরক্ষা বাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর লুকিয়ে থাকা ৪ জঙ্গির মৃত্যু হয়।

যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল, সেই বাড়ির মালিকেরও গুলিতে প্রাণ গেছে। আহত হয়েছেন তাঁর স্ত্রী। অন্যদিকে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ১ জওয়ান শহিদ হন।

Share
Published by
News Desk