Sports

পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা ভারত

এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলকে হারিয়ে খেতাব ঘরে তুলল ভারতীয় মহিলা দল। এই নিয়ে ষষ্ঠবার এই খেতাব জয় করলেন ঝুলন, হরমনপ্রীতরা। প্রসঙ্গত এখনও পর্যন্ত ৬ বারই অনুষ্ঠিত হয়েছে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেট। আর তাতে খেতাব জয়ে ১০০ শতাংশ শ্রেয় ধরে রাখল ভারতীয় মহিলা দল। গতবারও পাকিস্তানের মেয়েদের হারিয়েই এশিয়া সেরা হয়েছিল তারা। এবারও তাই। এদিন ব্যাংককের পিচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ১২১ রান তোলে তারা। যারমধ্যে শেষ পর্যন্ত অপরাজিত থেকে একা মিতালি রাজই ৭৩ রান তোলেন। এছাড়া একমাত্র বাংলার ঝুলন গোস্বামীই দু’অঙ্কের রান করতে পারেন। ঝুলন তোলেন ১৭ রান। ১২২ রান করলে জিতবে এই অবস্থায় ব্যাট করতে নেমে ১০৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ফলে ১৭ রানে জয় পায় ভারত। প্রসঙ্গত গ্রুপ লিগেও পাকিস্তানের মেয়েদের হারিয়ে দিয়েছিলেন ঝুলনরা।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *