Sports

মহিলা বিশ্বচ্যাম্পিয়নরা পাচ্ছেন বিশেষ ঝলমলে এক উপহার, যা তাঁদের মতই উজ্জ্বল

ক্রিকেট নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনার শেষ নেই। সেই ক্রিকেট উন্মাদনাকে এক অন্য উজ্জ্বলতা দিলেন ভারতের মেয়েরা। তাঁরা এবার পাচ্ছেন তেমনই উজ্জ্বল উপহার।

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন মেয়েরা। শুরু হল এক সুবর্ণ যুগের। ক্রিকেট বিশ্বকাপ জিতে দেখিয়ে দিলেন তাঁরাও কোনও অংশে কম নন। দেশের মহিলা ক্রিকেটকে এক অসামান্য উচ্চতায় পৌঁছে দেওয়ার উপহার হিসাবে বিশ্বজয়ী মহিলা ক্রিকেট দল ও সাপোর্ট স্টাফদের জন্য মোট ৫১ কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছে বোর্ড।

তবে এমন বিপুল অর্থ না হলেও এক ব্যক্তি এবার এমন এক উজ্জ্বল উপহার দিতে চলেছেন হরমনপ্রীতদের যা রীতিমত নজর কেড়েছে। ওই ব্যক্তি হলেন সুরাটের খুশালদাস জুয়েলার্সের মালিক।

তিনি সদ্য বিশ্বকাপজয়ী ভারতের মহিলা ক্রিকেট দলকে রূপোর তৈরি ব্যাট এবং স্টাম্প উপহার দেওয়ার কথা ঘোষণা করেছেন। রূপো দিয়ে তৈরি এই উপহারটির ওজন প্রায় ৩ হাজার ৮১৮ গ্রাম।

জুয়েলারি শোরুমের কর্ণধার শীতল চোকসি জানিয়েছেন উপহারটি পুরোটাই হাতে তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে মাত্র ৭ দিন সময় লেগেছে। এর মধ্যে রাজস্থানি কারিগরদের শিল্পশৈলীর ছোঁয়া পাওয়া যাবে।

উপহারটি বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের প্রাপ্ত সাফল্যকে আরও মধুর করে তুলবে বলে আশাবাদী প্রস্তুতকারীরা। এবার কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এক ভারতীয় মহিলাও বিশ্বকাপ হাতে দাঁড়ানোর সুযোগ পেলেন বলে গর্বিত তাঁরা।

মহিলা ক্রিকেটারদের অসামান্য সাফল্যকে কুর্নিশ জানাতে এই রূপোর ব্যাট-স্টাম্প কেবল একটি উপহার নয়, ভবিষ্যতে এটি তাঁদের আরও সাফল্য অর্জনে উৎসাহ দেবে, এমনই আশা প্রকাশ করেছে খুশালদাস জুয়েলার্স কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *