Sports

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত

অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠেই ১৭ রানে হারিয়ে দিল ভারত। অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলই ছিল তাদের প্রথম প্রতিপক্ষ। তাই অজিদের হারিয়ে প্রথম ম্যাচেই বাজিমাৎ করল ভারতের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের জায়গা থেকে অনেকটা এগিয়েও গেল তারা। বিশ্বচ্যাম্পিয়ন অজি মহিলা দলকে হারানো ভারতের জন্য সহজ ছিলনা। ভারতীয় মহিলারা প্রথমে ব্যাট করে যে বিশাল রান খাড়া করতে পারেন তাও নয়। সেখানে অজিদের হারানোয় ভারতীয় বোলিং আক্রমণকেই কৃতিত্ব দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।

মহিলা টি-২০ বিশ্বকাপে প্রথম ম্যাচই ভারতের পড়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়া টসও জেতে। টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতের ডিবি শর্মা (৪৯), শেফালি বর্মা (২৯) এবং জেআই রডরিকস (২৬)-এর ব্যাটিংয়ে ভরসা করে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। ২০ ওভারে ১৩৩ রান করতে হবে। এই লক্ষ্য নিয়ে সিডনির মাঠে ব্যাট করতে নামে দেশের টিম।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

অস্ট্রেলিয়ার ওপেনার তথা উইকেটরক্ষক এজে হিলি দুরন্ত শুরু করেন। তাঁর ব্যাট থেকে রান আসতে থাকে। দরকার ছিল একটা সঙ্গতের। কিন্তু হিলির সঙ্গে কেউ সঙ্গত দিতেই পারেননি। ভারতীয় বোলিং আক্রমণের মুখে একের পর এক ফিরতে থাকেন অজি মহিলা ব্যাটসম্যানেরা। হিলির ৫১ রানের ইনিংস এবং পরে গার্ডনারের ৩৪ রানের একটা মরণপণ ইনিংস বাদ দিলে এদিন অস্ট্রেলিয়া তাসের ঘরের মত ভেঙে পড়ে। ভারতের পুনম যাদব ও শিখা পাণ্ডের বিষাক্ত বোলিংয়ের সামনে ধসে যায় অজি ইনিংস। অস্ট্রেলিয়ার আর কেউই ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খেলার ১ বল বাকি থাকতে ১১৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া মহিলা দল। ম্যাচের সেরা হন ৪ উইকেট তুলে নেওয়া ভারতীয় স্পিনার পুনম যাদব।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *