Entertainment

অনাবৃত উর্ধ্বাঙ্গে ঋতুর উষ্ণতা

Published by
News Desk

গরমকালে গা বেয়ে দরদরিয়ে ঘাম পড়লে বিরক্তির একশেষ হতে হয়। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভিতর কোনওরকমে ভিজে সপসপে শরীরটা সেঁধিয়ে দিতে পারলে আরাম। কিন্তু শীতল কক্ষে বসেও রেহাই মিলবে না, যদি ভুলেও ইন্সটাগ্রামের পেজ কেউ খুলে ফেলেন! ইন্সটাগ্রামে ঋতু জী-র অ্যাকাউন্ট খুললে ছেঁকা লাগতে বাধ্য। তাঁর ছবি মানেই উষ্ণতার স্পর্শ। এম টিভির জনপ্রিয় রিয়্যালিটি শো স্প্লিৎজভিলার দৌলতে জেন ওয়াই প্রজন্মের কাছে ঋতু জী এখন পরিচিত মুখ। পেশায় গায়িকা ঋতু সোশ্যাল মিডিয়ায় হট অ্যান্ড বোল্ড অবতারে নিজেকে মেলে ধরতে বড়ই স্বচ্ছন্দ। তাঁকে নেটিজেনরা যতই ট্রোল করুক, সেসব তিনি থোড়াই পাত্তা দেন! হয়তো এতদিনে তিনি বুঝে গেছেন, প্রশংসার পাশাপাশি নিন্দা, সমালোচনাও লাইম লাইটে থাকার সবথেকে সহজতম উপায়।

এই কারণেই ভক্তদের কাছে প্রবল প্রিয় তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। অনাবৃত শরীরে ইন্সটাগ্রামের প্রায়ই হাজিরা দেন ভোপালের বাসিন্দা ঋতু। ঘন ঘন তিনি আপলোড করেন তাঁর নানা মুডের ছবি। সেইসব ছবির কোনওটাতে তাঁকে দেখা যায়, চেয়ারের ওপর অনাবৃত উর্ধ্বাঙ্গে মোহময়ী ভঙ্গিমায় বসে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে থাকতে। কোনওটায় দেখা যায়, নরম বিছানায় কোমল স্তনযুগল বিছিয়ে শুয়ে থাকতে। আবার কোনও কোনও ছবিতে ঋতুকে দুই হাতের আড়ালে কোনও রকমে আগলে রাখতে দেখা যায় তাঁর আবরণহীন বক্ষদ্বয়কে। ঋতুর সেইসব ছবি আপাতত ঝোড়ো হাওয়ায় তছনছ করে দিচ্ছে লক্ষ লক্ষ অনুরাগীর হৃদয়ের সাজানো বাগান।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk