National

নতুন ফুলের সন্ধান পেলেন ভারতীয় বিজ্ঞানীরা, নামকরণ হল এলাকার নামে

একটি নতুন ফুলের সন্ধান পেলেন ভারতীয় একটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এমন ফুল যে আছে তা এর আগে পৃথিবীর জানা ছিলনা।

এ জঙ্গলেই এর আগে কোনও গবেষক হাজির হননি। গবেষণা হয়নি জঙ্গলের বৃক্ষ জীবন নিয়ে। এবার প্রথম সেই পাহাড়ি জঙ্গলে হাজির হলেন নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা ওই জঙ্গলে খোঁজ চালান। সেখানকার প্রকৃতি ও গাছগাছড়া নিয়ে পরীক্ষা চালান।

জঙ্গল খতিয়ে দেখতে গিয়ে তাঁরা একটি ফুলের দেখা পান। ফুলটি তাঁরা এর আগে কখনও দেখেননি। এমন ফুলের যে অস্তিত্ব রয়েছে তাই কারও জানা ছিলনা। একদম নতুন আবিষ্কৃত এই ফুলটিকে দেখার পরই গবেষকেরা বুঝতে পারেন তাঁরা এক নতুন আবিষ্কার করে ফেলেছেন।

তাঁরা ফুলটি নিয়ে গবেষণার পাশাপাশি সেটির একটি নামকরণও করেন। যেহেতু সেটি নাগাল্যান্ডের এই জঙ্গলে পাওয়া গিয়েছে তাই এর নাম রাখা হয় হোয়া নাগায়েনসিস।

১৬ হাজার ৫৭৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই জঙ্গলে গাছের সংখ্যা গুনে বলা যাবেনা। ঘন জঙ্গল আর পাহাড়ে মোড়া প্রকৃতি। যেখানে আগে মানুষ এসে থাকলেও গবেষকেরা এখানকার বৃক্ষ জগত নিয়ে কোনও গবেষণা চালাননি। সেখানেই পাহাড়ের বেশ উঁচুতে এই ফুলের দেখা পান তাঁরা।

নাগাল্যান্ডের এই জঙ্গলের গাছ ফুল ফল নিয়ে গবেষণা না হওয়ায় এই পাহাড়ি জঙ্গল কার্যত অজানাই রয়ে গেছে। সঠিকভাবে তার রক্ষণাবেক্ষণও হয়না।

তবে প্রকৃতি তার নিজের মত করে একে বাঁচিয়ে রাখে। প্রসঙ্গত নাগাল্যান্ডের একটা বড় অংশের জঙ্গলই এখনও পর্যন্ত বৈজ্ঞানিক দিক থেকে খতিয়ে দেখার বাইরে রয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *